পাঠকের ছবি

মেষপালক বা রাখাল। গরু, ছাগল, ভেড়া বা গবাদিপশু মাঠে চরিয়ে জীবন-সংগ্রাম যার। আবহমান গ্রামবাংলার অবিচ্ছেদ্য চরিত্র হলো রাখাল। হাল আমলে কৃষির যান্ত্রিকীকরণ, শিল্পায়নের বিকাশ, খামারভিত্তিক বাণিজ্যিক প্রাণিসম্পদ লালন-পালনের ফলে গ্রামীণ বাংলার এ অবিচ্ছেদ্য চরিত্র রাখাল হারিয়ে যেতে বসেছে। একসময় বাংলার প্রতিটি গ্রাম, গ্রামীণ জনপদ, অবস্থাশালী গৃহস্থ, তথা কৃষকের ঘরে রাখাল ছিল। সারিয়াকান্দি যমুনা চর, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাব্বি হাসান মোহন
ঋতু শরৎকে বিদায় জানিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। দিগন্তজুড়ে শুধু সবুজ আর সবুজ। উত্তরের জনপদের শস্যভান্ডার নওগাঁর আত্রাইয়ে আমন ধানের শিষে দুলছে কৃষকের স্বপ্ন। ছবিটি নওগাঁর আত্রাই উপজেলার কদমতলা এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: নাজমুল হক নাহিদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
ঘোড়াউত্রা নদীর ঘাটে ডিঙি বাঁধা। বহুকাল ধরে এটি ভাটি অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার। শীতের আগমনে স্থবির হয়ে গেছে, যা নদীমাতৃক গ্রামবাংলার প্রতিচ্ছবি প্রকাশ করে। ছবিটি সম্প্রতি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর এমপির ঘাট থেকে তোলা
ছবি: সিজার আহমেদ
ঋতু শরৎকে বিদায় জানিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। সকালের শুরুতেই চোখে পড়ছে কুয়াশা। গাছের সবুজ পাতায় পড়ছে হেমন্তের শিশিরবিন্দু। দিগন্ত বিস্তৃত সাদা শাড়ি পরে কে যেন প্রকৃতিকে ঢেকে রেখেছে আড়াল করে। ছবিটি নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: নাজমুল হক নাহিদ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মাসি বিভাগ আয়োজিত ফার্মাসি প্রিমিয়ার লিগ সপ্তম আসরের চ্যাম্পিয়ন টিম ‘ফার্মা টাইটানস’। জয়ী হয়ে ট্রফি নিয়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা
ছবি: কাব্য সাহা
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন। ‘৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫-এ বাঁধন স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’, ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এ শোভাযাত্রা করা হয়েছে
ছবি: কামরুল হাসান