পাঠকের ছবি (২৮–১১–২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
শীতের সকালে মাঠের নিঃসঙ্গ পাহারাদার। নবাবগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জোসেফ গোমেজ
২ / ৯
গোধূলির তেজে পুড়ে যায় নগরায়ণের সব জঞ্জাল। রাজধানীর মিরপুর ১৪ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৯
সাতসকালে কুয়াশাস্নাত লতায় ঝোলা সোনার বরণ সূর্য। ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৪ / ৯
প্রকৃতিতে ক্ষণিকের অপরূপ সৌন্দর্য বহন করে শর্ষে ফুল। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলা
ছবি: কারিমুল হাসান
৫ / ৯
বারান্দা বাগানে স্থলপদ্ম ফুটেছে। গ্রিন রোড, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: প্রবীর পাল
৬ / ৯
মনুষ্য শিরের চাঁদিতে তা দেয় কোমল অরুণ গায়ে মাখে ভিটামিনের ডি রইদ পোহায় অঘ্রাণের শীত শিশিরেরা পায় সুবর্ণ রং জলজ মুক্তোর সোহবতে ঘাসের ডগায় হাসে শুভ সকাল! ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৭ / ৯
হেমন্তের পড়ন্ত বিকেল। ডুবন্ত সূর্য ও এক কাপ রং চার সঙ্গে তিন নদীর মিলন উপভোগ। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া—এই তিন নদীর মিলনস্থলের দেখা মিলবে একমাত্র চাঁদপুরেই। ত্রিমোহনা, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ৯
কাচের স্বচ্ছ ‘কারাগার’। দুপাশের শৈশবের দুই রূপ—একদিকে রঙের প্রাচুর্য অন্যদিকে বেঁচে থাকার তৃষ্ণা
ছবি: আশিকুল হক প্রিয়ম
৯ / ৯
কুয়াশাচ্ছন্ন ভোরে জেলেদের মাছ শিকার। হুজুরীটোলা বিল, ধামরাই, সাভার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাহবুব শহীদ