পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দীর্ঘদিন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন চলার ফলে শিক্ষার্থীদের খেলার মাঠে আর দেখা যাচ্ছে না। খেলাধুলার মাঠগুলো এখনো ফাঁকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ১৭ আগস্ট
ছবি: কামরুল হাসান
২ / ৮
দিনের শেষে। সদর, যশোর, ১৯ আগস্ট
ছবি: আরাফাত হোসেন।
৩ / ৮
বেকারির পণ্য ভ্যানে নিয়ে ছাতা মাথায় বৃষ্টির মধ্যে বের হয়েছেন তিনি। কুমিল্লা শহর, ১৯ আগস্ট
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৪ / ৮
বাঁশের পণ্যই যাঁদের জীবিকার উৎস। এই কারিগর দম্পতি বাঁশের শলা দিয়ে তৈরি করছেন নকশি মোড়া ও বাঁশের ডালি বা ডালা। ছবিটি সম্প্রতি রাজধানী গাবতলীর বড় বাজার এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
শান্ত বিকেলে গ্রামের এই রাস্তায় হাঁটার মধ্যেও অন্য রকম একটা অনুভূতি কাজ করে। এ দৃশ্য শহরে খুঁজে পাওয়া দুষ্কর। দুইপাশে বাঁশঝাড়, তার মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, যা চলে গেছে বহুদূর। এ যেন ফ্রেমে বাঁধা ঘরের দেয়ালে ঝোলানো কোনো ছবির বাস্তব চিত্র। ছবিটি ফরিদপুরের গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: পর্ণা রানী দত্ত
৬ / ৮
একজন প্রশিক্ষিত ও সৃজনশীল শিক্ষক আগামী প্রজন্মের পথপ্রদর্শক। এ আদর্শকে ধারণ করে অগ্নিঝরা জুলাইয়ে আবু সাঈদ ও মুগ্ধদের বীরত্ব নিয়ে দেয়ালিকা উন্মোচন করা হয়। ‘তারুণ্যের বাংলাদেশ’ নামে দেয়ালিকাটি প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার বিটিপিটি কোর্সের ২য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীরা। দেয়ালিকাটির মূল প্রতিপাদ্য ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরিতে তরুণদের সাহসী ভূমিকা। দেয়ালিকাটিতে স্বপ্নবাজ তরুণদের নিয়ে প্রশিক্ষণার্থীদের স্বরচিত কবিতা, ছোট রচনা, প্রবন্ধ ও নানা স্লোগান স্থান পেয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), মিরপুর-১৩, ঢাকা, ১৮ আগস্ট
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
অনেকের প্রিয় ফুল গোলাপ। মাজার রোড, মিরপুর, ঢাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৮ / ৮
বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছেন। কুমিল্লা শহর, ১৯ আগস্ট
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত