একজন প্রশিক্ষিত ও সৃজনশীল শিক্ষক আগামী প্রজন্মের পথপ্রদর্শক। এ আদর্শকে ধারণ করে অগ্নিঝরা জুলাইয়ে আবু সাঈদ ও মুগ্ধদের বীরত্ব নিয়ে দেয়ালিকা উন্মোচন করা হয়। ‘তারুণ্যের বাংলাদেশ’ নামে দেয়ালিকাটি প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার বিটিপিটি কোর্সের ২য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীরা। দেয়ালিকাটির মূল প্রতিপাদ্য ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরিতে তরুণদের সাহসী ভূমিকা। দেয়ালিকাটিতে স্বপ্নবাজ তরুণদের নিয়ে প্রশিক্ষণার্থীদের স্বরচিত কবিতা, ছোট রচনা, প্রবন্ধ ও নানা স্লোগান স্থান পেয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), মিরপুর-১৩, ঢাকা, ১৮ আগস্টছবি: মো. রায়হানুল হক