পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ক্ষুধা পেটে মায়ের রান্নায় অপেক্ষায়...। ক্ষুধা পেটে মা পান্নার (২৮) রান্না শেষ হওয়ার অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে শিশু মরিয়ম (৫)। রাজধানীর কারওয়ান বাজার প্রগতি ইনস্যুরেন্স ভবনের পাশেই তাদের বসবাস। কারওয়ান বাজারে তরকারি টোকানোর কাজ করেন মা। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে তোলা
ছবি: আমিনুর রহমান
২ / ৮
নিয়ন আলোয় প্রবীণের চোখ পত্রিকার পাতায়, নবীনের কাঁধে গাড়ির চাকা ঠিক করে ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা। সূয়াপুর, ধামরাই, ঢাকা, ৭ জুন।
ছবি: মো. মোজাহিদুল ইসলাম নিরব।
৩ / ৮
আনন্দঘন প্রাণোচ্ছল পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) সদস্যদের মধ্যে দিনব্যাপী প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন, ক্রিকেট ম্যাচ, নৌকাভ্রমণ ও রাতের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রীতিভোজে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবদুল আউয়াল, বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে বাকৃবির জনসংযোগ দপ্তরের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু ।এ ছাড়া বাকৃবিসাস ও জাককানইবিসাসের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের নিজ নিজ কাজের ধারাকে আরও শাণিত করবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তারা
ছবি: বিজ্ঞপ্তি
৪ / ৮
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। মেহেরপুর, ১ জুন।
ছবি: প্রবীর পাল
৫ / ৮
উলু ফুলের মুক্তা হাসে সবুজ ঘাসের বুকে, দখিনা হাওয়ায় ঢেউ খেলে সবুজ ঘাসের বুকে। তারই উঁকিঝুঁকি চলে লাল দালানের সঙ্গে। গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইভা আক্তার
৬ / ৮
প্রচণ্ড গরমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাজুড়ে কদর বেড়েছে তালের শাঁসের। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া শাঁসের স্বাদ নিচ্ছেন অনেকে। বীরগঞ্জ পৌরসভার মহাসড়ক, দিনাজপুর, ৮ জুন।
ছবি: প্রদীপ রায় জিতু
৭ / ৮
স্নাতক পাস করা গ্র্যাজুয়েটদের কাছে চাকরির বাজার উন্মুক্ত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব-বাউসিসিনের উদ্যোগে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু হয়েছে ৭ জুন থেকে। কার্নিভ্যালে ৪০টিরও বেশি বেসরকারি কোম্পানি এবং দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৫০০-র বেশি গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ জুন
ছবি: মো. আশিকুজ্জামান
৮ / ৮
বাংলাদেশের শেষ সীমানা। মুজিবনগর, মেহেরপুর, ১ জুন
ছবি: প্রবীর পাল