আনন্দঘন প্রাণোচ্ছল পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) সদস্যদের মধ্যে দিনব্যাপী প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন, ক্রিকেট ম্যাচ, নৌকাভ্রমণ ও রাতের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রীতিভোজে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবদুল আউয়াল, বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে বাকৃবির জনসংযোগ দপ্তরের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু ।এ ছাড়া বাকৃবিসাস ও জাককানইবিসাসের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের নিজ নিজ কাজের ধারাকে আরও শাণিত করবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তারাছবি: বিজ্ঞপ্তি