বাংলার একটি জনপ্রিয় মিষ্টান্ন হলো সন্দেশ। খুবই সাদামাটা রেসিপিতে তৈরি হয় এই মুখরোচক খাবার। দুধ, চিনি ও সাদা এলাচের সংমিশ্রণে তৈরি সন্দেশ স্বাদে অসাধারণ। ছবিতে সন্দেশ তৈরিতে ব্যস্ত দুজন কারিগর। গোসাইবাড়ী বাজার, ধুনট, বগুড়া, ৮ অক্টোবর ২০২৫ছবি: আনোয়ার হোসেন মাসুম