পাঠকের ছবি (১১ অক্টোবর ২০২৫)

বৃষ্টিভেজা বিকেল। দিনের পরিশ্রম শেষে জেলে জাল নিয়ে ফিরে এসেছে নদীর ঘাটে। সারি সারি বাঁধা নৌকা বিশ্রাম নিচ্ছে নদীর বুকে আর নিঃশব্দে দুলছে হালকা ঢেউয়ে। দূরে শরতের কাশবনে হাওয়া খেলে যায়। প্রকৃতির নিপুণ তুলিতে আঁকা—এ যেন এক জীবন্ত গ্রামবাংলার অপূর্ব চিত্র! টিকরপাড়া, আলফাডাঙ্গা, ফরিদপুর। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: বিপ্লব সাহা মুন্না
পরিচর্যার অভাবে নোংরা হয়ে আছে পুকুরটি। অথচ এটাকে পর্যটন উপযোগী করে গড়ে তোলা কঠিন নয়। নোংরা পুকুর শহরের বর্জ্য অব্যবস্থাপনা সংকেত দেয়। সিরাজগঞ্জ শহর, ৪ অক্টোবর ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
শান্ত রাতের ক্রিসেন্ট লেক, ঝলমলে সংসদ ভবনের ছায়া—ঢাকার সৌন্দর্যের এক নীরব প্রতিচ্ছবি। ক্রিসেন্ট লেক, ঢাকা, ৯ অক্টোবর ২০২৫
ছবি: মামুন বকসী
এভাবেই মাসের পর মাস ব্যক্তিগত কাজের নির্মাণসামগ্রী পড়ে থাকে নগরীর এই অন্যতম ব্যস্ততম সড়ক ও ফুটপাতের ওপর। সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন ও মানুষের চলাচলে ঘটে বিঘ্ন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কারও কোনো ভ্রুক্ষেপও নেই। আন্দরকিল্লা মোড়, চট্টগ্রাম, ৯ অক্টোবর ২০২৫, সকাল ৭টা
ছবি: অজয় মিত্র
দালানে দালানে চাপা পড়ে গেছে সব। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
মুখরোচক বাহারি আচার বলে কথা! তা–ও আবার মুন্সিগঞ্জের বাহারি আচার। দেখলেই খেতে ইচ্ছা করে। বাহারি এই আচারের ভ্যান মসজিদের চত্বরে আসা মাত্রই কোমলমতি শিশুরা আচার কেনার জন্য ভিড় জমায় (স্বাস্থ্যসম্মত না হলেও সবাই খায়)। কলেজ মসজিদের সামনে, চাঁদপুর, ৮ অক্টোবর ২০২৫, বেলা দেড়টার দিকে তোলা।
ছবি: মো. সাখাওয়াত হোসাইন
বাংলার একটি জনপ্রিয় মিষ্টান্ন হলো সন্দেশ। খুবই সাদামাটা রেসিপিতে তৈরি হয় এই মুখরোচক খাবার। দুধ, চিনি ও সাদা এলাচের সংমিশ্রণে তৈরি সন্দেশ স্বাদে অসাধারণ। ছবিতে সন্দেশ তৈরিতে ব্যস্ত দুজন কারিগর। গোসাইবাড়ী বাজার, ধুনট, বগুড়া, ৮ অক্টোবর ২০২৫
ছবি: আনোয়ার হোসেন মাসুম
কী অপরূপ চিরচেনা এই বাংলা! ইসলামপুর ব্রিজ, জামালপুর, ৪ অক্টোবর ২০২৫
ছবি: রিয়াদুল আহসান নিপু