পাঠকের ছবি

১ / ৭
অস্ট্রেলিয়ার প্রকৃতি বৈচিত্র্যময় এবং বর্ণিল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে নতুন নতুন সাজে। বসন্তকালে গাছগুলো ভরে ওঠে ফুলে ফুলে। টকটকে লাল রঙের বাগানবিলাসগুলো ফুটে আছে সিডনির মিন্টো সাবার্বের একটি রাস্তার ধারে। হঠাৎ দেখলে জ্বলন্ত আগুনের কুণ্ডলী বলে ভুল হয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৭
201. মনুষ্যত্ব ও মানবিকতার সুর এভাবেই ছড়িয়ে আছে। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তায় অপরিচিত লোকটির পাশে কুকুরটি ঘুমাচ্ছিল। একই বিছানায় দুটি ভিন্ন প্রাণী তাঁদের ঘুম ও ঘুমের জায়গা নিঃস্বার্থে ভাগাভাগি করে নিয়েছে। ছবি: আল আমিন
৩ / ৭
মৃদু হাওয়া! শীতল পরিবেশ! পাখির কলতানে বহুমাত্রায় বাড়িয়ে দিল একটি সুন্দর সকাল। কাঁচপুর, নারায়ণগঞ্জ, ৫ নভেম্বর
ছবি: এম এ আজিজ
৪ / ৭
লাঙল দিয়ে শীতকালীন সবজি কপি চাষে বাড়তি পরিচর্যা করছেন প্রান্তিক চাষি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৫ / ৭
মায়াবী আলো ছড়ানো হেমন্তের সন্ধ্যা। ছবিটি গতকাল শনিবার গোধূলি বেলায় নওগাঁ শহর থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৬ / ৭
ফুলে-ফলে ভরা বাংলার প্রকৃতি। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ৭
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরে একদিন। প্রতিটি ভবনের কারুকাজ ও অভিজাত্যের ছোঁয়া এখন অনুভব করা যায়। নারায়ণগঞ্জ, সোনারগাঁ, পানাম নগর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আজিজুল