পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে

১ / ৮
বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত হাওরের কৃষক। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: পুলক দত্ত রায়
২ / ৮
গরমে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বিক্রি করতে ভ্যানে করে নেওয়া হচ্ছে। জয়নাল মার্কেট–সংলগ্ন রেলক্রসিং এলাকা, উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সাজ্জাদুর রহমান
৩ / ৮
দাবদাহের মধ্য সকালে পুকুর থেকে মাছ ধরার জন্য ব্যস্ত এই ব্যক্তি। পূর্ব কাশিপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৪ / ৮
প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি পেরিয়েছে। প্রচণ্ড গরম থেকে নিজেদের স্বস্তি দিতে পুকুরে গোসল করে শরীরের তাপমাত্রা কমাচ্ছে শিশুরা। দল বেঁধে পুকুরপাড়ে দুরন্তপনায় মেতে উঠেছে তারা। এ যেন স্বস্তির গোসল! উত্তর ছায়াবীথি এলাকার নয়াবাড়ি মসজিদ–সংলগ্ন পুকুর, সদর উপজেলা, গাজীপুর, ২০ এপ্রিল।
ছবি: দীন মোহাম্মদ দীনু
৫ / ৮
তীব্র দাবদাহের পরিস্থিতিতে স্বস্তিতে মেট্রোরেলের যাত্রীরা। উত্তরা, ঢাকা ২০ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৬ / ৮
বোরো ধান সেদ্ধ করতে ব্যস্ত কিষানি। হাওর এলাকা, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
৭ / ৮
ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা ক্রেতার অপেক্ষায়। ঈশা খাঁ সড়ক, ৬ নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা, ১৮ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৮ / ৮
কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠনের বার্ষিক পিকনিক ও ঈদ আনন্দ উদ্‌যাপন করেছে কুয়েতের হিজিল অঞ্চলে। গত শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী শিশুদের জন্য বল নিক্ষেপ, নারীদের বালিশখেলা, পুরুষদের জন্য হাঁড়িভাঙাসহ নানা খেলাধুলার সঙ্গে ছিল কুইজ প্রতিযোগিতা, র‌্যাফল ড্র ও বিনগো খেলা। বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
ছবি: মোশাররফ হোসেন কুয়েত