প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি পেরিয়েছে। প্রচণ্ড গরম থেকে নিজেদের স্বস্তি দিতে পুকুরে গোসল করে শরীরের তাপমাত্রা কমাচ্ছে শিশুরা। দল বেঁধে পুকুরপাড়ে দুরন্তপনায় মেতে উঠেছে তারা। এ যেন স্বস্তির গোসল! উত্তর ছায়াবীথি এলাকার নয়াবাড়ি মসজিদ–সংলগ্ন পুকুর, সদর উপজেলা, গাজীপুর, ২০ এপ্রিল।ছবি: দীন মোহাম্মদ দীনু