ঝকঝকে শুভ্র সকাল। বৃষ্টির জমে থাকা পানিতে কৃষকের জমি তৈরির কাজ চলছে। পাশেই সদ্য পৃথিবীতে আসা হাঁসের বাচ্চাগুলো মাছ ধরা শিখছে। উন্মুক্ত আকাশের মেঘের সঙ্গে তাল মিলিয়ে হয়তো উড়ে যাচ্ছে কোনো শঙ্খচিল। চিরযৌবনা প্রকৃতি ও তার অমৃত সৌন্দর্য। বালিথুবা, ফরিদগঞ্জ, চাঁদপুর। সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ