পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শেরপুরের সাত নং চরগ্রামের বাবুবাড়ির পুকুরঘাটে দুইটা হাঁসের শুভসকাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মনজুর সা’দ
২ / ৮
রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বিকেলে অপরূপ সৌন্দর্যের দেখা মেলে। ছোট–বড় সবাই এখানে আসেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মোদাচ্ছের হুসাইন
৩ / ৮
সামুদ্রিক পটকা মাছ। ছবিটি সম্প্রতি কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
কেনিয়ায় পর্যটকদের আকর্ষণ করতে মাচাই মারাতে প্রকৃতির মাঝে নিরাপদে থাকার জন্য এসব বাড়ি বাণিজ্যিকভাবে নির্মাণ করে রাখা হয়েছে। মাচাই মারা, কেনিয়া, ৯ সেপ্টেম্বর
ছবি: আশিক আলম দীপ
৫ / ৮
ভাদ্রের প্রচণ্ড গরমে ক্লান্ত একটি কাক পানির খোঁজে এদিক–ওদিকে ঘুরে যখন তৃষ্ণা নিবারণের উপাদান খুঁজে পায়, তখন তার চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। ঝিলমিল করে তার চোখ। ছবিটি কোনো এক দুপুরে রমনাপার্ক থেকে তোলা
ছবি: মফিজুল হক
৬ / ৮
ভাদ্র মাসের তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। শিশুরা জমে থাকা পানিতে আনন্দ নিয়ে গোসল করছে। পালিত ঘোড়াও পানিতে নামিয়েছে এক কিশোর। ছবিটি সম্প্রতি তোলা, কবিতা চত্বর, কক্সবাজার
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
মাচাই মারা সাফারি পার্কের লজ থেকে দেখা সূর্যাস্ত। মাচাই মারা, কেনিয়া, ৯ সেপ্টেম্বর
ছবি: আশিক আলম দীপ
৮ / ৮
হাওর, পাহাড় আর নীল আকাশ—এসব জায়গায় সময় কাটে আনন্দে। ছবি: কলমাকান্দা, নেত্রকোনা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অভিজিত রেমা