পাঠকের ছবি

১ / ৭
চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের আবরণকে পাশ কাটিয়ে সূর্যের আলো উঁকি দিতেই লাঙল ও গরু নিয়ে মাঠ চাষ করতে ব্যস্ত দুই কৃষক। হারাটী ইউনিয়ন, সদর উপজেলা, লালমনিরহাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রুবাইয়াদ ইসলাম
২ / ৭
নিষ্কাশনব্যবস্থা না থাকায় রাস্তার মধ্যে জমে আছে পানি। ফলে পথচারীরা পড়েছে বিপাকে, পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছবিটি চট্টগ্রামের বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোড থেকে তোলা
ছবি: মো. মঈনুদ্দীন ইরফান
৩ / ৭
দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮০০ দুস্থ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন কোরাম ৮৬ এবং স্থানীয় টি-এম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ-সিতারা কিডনি সেন্টারের যৌথ উদ্যোগে কিডনি সেন্টার চত্বরে এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান হয়
ছবি: প্লাবন শুভ
৪ / ৭
কনকনে শীতে খেজুরের রস সংগ্রহে যাচ্ছেন তিনি। আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৫ / ৭
বাবা-ছেলে মেশিনে ধান মাড়াই করছেন। হাইমচর, চাঁদপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মোহাম্মদ আল-আমিন
৬ / ৭
জামালপুর শহরে শীতের রাতে সড়কে শিশুরা খেলছে ক্রিকেট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ হাফিজ
৭ / ৭
কনকনে শীত। চারদিক ঢেকে গেছে কুয়াশায়। সকালের পূর্ব দিগন্তের সূর্যের নেই কোনো তেজ। ঝিরঝির করে বইছে মৃদু বাতাস। গ্রামের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। শর্ষে ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছিরা। ছবিটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি : মো. শাকিল আহমদ