চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের আবরণকে পাশ কাটিয়ে সূর্যের আলো উঁকি দিতেই লাঙল ও গরু নিয়ে মাঠ চাষ করতে ব্যস্ত দুই কৃষক। হারাটী ইউনিয়ন, সদর উপজেলা, লালমনিরহাট। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রুবাইয়াদ ইসলাম
২ / ৭
নিষ্কাশনব্যবস্থা না থাকায় রাস্তার মধ্যে জমে আছে পানি। ফলে পথচারীরা পড়েছে বিপাকে, পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছবিটি চট্টগ্রামের বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোড থেকে তোলাছবি: মো. মঈনুদ্দীন ইরফান
৩ / ৭
দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮০০ দুস্থ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন কোরাম ৮৬ এবং স্থানীয় টি-এম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ-সিতারা কিডনি সেন্টারের যৌথ উদ্যোগে কিডনি সেন্টার চত্বরে এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান হয়ছবি: প্লাবন শুভ