পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৫
সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, শুধুই মুগ্ধতা ছড়িয়ে দেয় এই পৃথিবীতে আর আমাদের অপেক্ষায় রাখে আরেকটি সম্ভাবনাময় সূর্যোদয়ের। সিংগাইর, মানিকগঞ্জ, ৯ মার্চছবি: মায়া আলমগীর
২ / ৫
আমের মুকুল যেমন সৌন্দর্য আর সুবাস বিলিয়ে দেয়, তেমনি ফল আসার আশা জাগায় আমাদের মনে। সায়ান রিসোর্ট, মানিকগঞ্জ, ৯ মার্চ ২০২৪ছবি: মায়া আলমগীর
৩ / ৫
কায়েতপাড়া-রামপুরা সড়কের বালু নদের ওপর সেতুর নির্মাণকাজ ২০ বছর ধরে বন্ধ। সেতুটি না হওয়ায় ৫০ গ্রামের লাখো মানুষের ভোগান্তির শেষ নেই। বালু নদ, রূপগঞ্জ নগরপাড়াছবি: রাসেল আহমেদ