পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
সবুজের বুকে নতুন ফুটন্ত লাল ফুল বা বাগানবিলাস, যাকে ইংলিশে বোগেনভিলিয়া বলে। মহালছড়ি, খাগড়াছড়ি। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুস্তাফিজ রহমান
২ / ৮
শিশুশ্রম। ইটভাটা, নরসিংদী, ২৬ জুলাই ২০২৫ছবি: নুসরাত রুষা
৩ / ৮
বর্ষার প্রকৃতিতে আড়িয়ল বিল তার রূপের পসরা সাজিয়ে বসেছে। বর্ষার জলে বিলের শাপলা বিলজুড়ে ছড়িয়ে রয়েছে। কৃষকেরা বিল থেকে শাপলা তুলছে বিক্রি করার জন্য। এমন প্রাণ-প্রকৃতিতে ভরপুর আড়িয়ল বিলের শাপলার চাহিদা ঢাকা শহরজুড়ে। ছবিটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল থেকে ২৬ জুলাই তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
দেখতে সাগরের কোরাল (প্রবাল) মনে হলেও এর আসল নাম ফলস কোরাল মাশরুম। আকাশছোঁয়া পাদাউক মহিরুহের কাণ্ড যেখানে মাটি ছুঁয়েছে, তারই খানিকটা ওপরে এই শিল্পময় সাদা ছত্রাকগুচ্ছের অবস্থান। এটি বিষাক্ত এবং সংগত কারণেই খাবার অনুপযোগী। রমনা পার্ক, ঢাকা, ২৬ জুলাই ২০২৫ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৫ / ৮
বিকেলের আলোতে কালী নদীর দৃশ্য। বসন্তপুর, শৈলকুপা, ঝিনাইদহ। ছবিটি সম্প্রতি তোলাছবি: শেখ সুলতানা সুখী
৬ / ৮
বৃষ্টির ভেতরও থেমে নেই শহরের চাকা। রিকশা, মানুষ আর যানবাহনের চলাচলে বৃষ্টির বাধা যেন সাময়িকই মাত্র। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম, ২৭ জুলাই, ২০২৫ছবি: সূর্য দাস