পাঠকের ছবি (১২ এপ্রিল, ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সাঙ্গু নদীর অপার সৌন্দর্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
২ / ৮
গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস লাইনচুত্য হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এ সময় চারটি বগি লাইন থেকে পড়ে যায়। ছবিটি রোববার (১৩ এপ্রিল) বেলা ২টা ৩০মিনিটে তোলা
ছবি: মিনহাজুর রহমান, শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ
৩ / ৮
কেউ কেউ ভালোবেসে এটিকে কাগজি ফুল নামে ডেকে থাকেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দেন বাগানবিলাস। ইংরেজিতে ফুলটির নাম বোগেনভিলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
গ্রামীণ সড়কের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালগাছ। সেই গাছে সংসার বেঁধেছে একদল বাবুই। ভোলার চরফ্যাশন থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান মাহমুদ শুভ
৫ / ৮
দিনের শেষে গরুর পাল নিয়ে ঘরে ফিরেছেন কৃষক। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৬ / ৮
খেটে খাওয়া মানুষ এভাবেই হাড়ভাঙা পরিশ্রম করে রুটি রুজির ব্যবস্থা করে থাকেন। দুজন করাতিকে একটি গাছের বড় টুকরাকে দুই ভাগ করতে দেখা যাচ্ছে। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৮
ফ্রান্সের লুতখোজু শহরে সেন্ট্রাল পার্কে পেখম তোলা ময়ুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ
৮ / ৮
অনেক গুণের হরিফল বা অরবরই। ছবিটি সম্প্রতি তোলা। বেলগাছি, মোহনপুর, রাজশাহী
ছবি: খন্দকার শাকিল হোসাইন