খেজুরগাছের স্মৃতি বলতে আছে চট্টগ্রাম এসপি অফিসের থানার মাঠের গাছগুলো। মোটাসোটা একজন এসপি ছিলেন। শিশুদের ভালোবাসতেন। থানার মাঠে খেললেও নিষেধ করতেন না। হাসিখুশি মানুষ ছিলেন। শৈশবটা ভালোই ছিল। একই মাঠে ক্রিকেট, ফুটবল, গোল্লাছুটসহ নানা ধরনের খেলায় ভরপুর ছিল সময়। ওনার পর যিনি এলেন, তিনি শিশু–কিশোরদের এসব পছন্দ করতেন না ঠিক। আস্তে আস্তে এখানে খেলার পরিধি ছোট হয়ে এল। একজন পুলিশ অফিসার ভালো হলে তাঁর আশপাশ স্বর্গ হয়ে ওঠে, মন্দ হলে নরক হওয়া সময়ের ব্যাপারছবি: সঞ্জয় দেবনাথ