পাঠকের ছবি (৪ ডিসেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
পিচঢালা পথে নৌকা ছুটে চলছে! মূলত মেরামত ও রং করার উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছে নির্ধারিত জায়গায়। শাহপরীর দ্বীপ, টেকনাফ উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
২ / ৮
শীতের সকালে হাওরের রাস্তায় অন্য রকম অনুভূতি হৃদয় ছুঁয়ে যায়। মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ। ৪ ডিসেম্বর ২০২৫
ছবি: আবু তারেক
৩ / ৮
যান্ত্রিক শহরের ফুটপাতে বাগানবিলাসের সৌন্দর্য। মহাখালী, ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫
ছবি: রাজু আহমেদ রকি
৪ / ৮
শেষ আলোয় দিনের সাইন–অফ। কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: মো. শাহিন রেজা
৫ / ৮
সকালের মিষ্টি রোদে ইটপাথরে বেড়ে ওঠা সবুজাভগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। আর সেই প্রাণবন্ত চাহনি দেখে শহরবাসীর ঠোঁটের কোনায় ফুটে ওঠে একটুখানি মিষ্টি হাসি। মিরপুর ১০, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাইফুল জামান ঝুমু
৬ / ৮
সমুদ্রের পাড়ে হালকা শীতের মিষ্টি রোদ ও সঙ্গে দুধ–চা। অসাধারণ কম্বিনেশন। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
শিশিরভেজা সকালে সূর্যের হাসি। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ ডিসেম্বর ২০২৫
ছবি: আপন কুমার মোদক
৮ / ৮
খেজুরগাছের স্মৃতি বলতে আছে চট্টগ্রাম এসপি অফিসের থানার মাঠের গাছগুলো। মোটাসোটা একজন এসপি ছিলেন। শিশুদের ভালোবাসতেন। থানার মাঠে খেললেও নিষেধ করতেন না। হাসিখুশি মানুষ ছিলেন। শৈশবটা ভালোই ছিল। একই মাঠে ক্রিকেট, ফুটবল, গোল্লাছুটসহ নানা ধরনের খেলায় ভরপুর ছিল সময়। ওনার পর যিনি এলেন, তিনি শিশু–কিশোরদের এসব পছন্দ করতেন না ঠিক। আস্তে আস্তে এখানে খেলার পরিধি ছোট হয়ে এল। একজন পুলিশ অফিসার ভালো হলে তাঁর আশপাশ স্বর্গ হয়ে ওঠে, মন্দ হলে নরক হওয়া সময়ের ব্যাপার
ছবি: সঞ্জয় দেবনাথ