পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
দেখতে দেখতে শেষ হতে চলেছে ২০২৫ সাল। বছর শেষের সূর্যাস্তগুলো একটি আলাদা অর্থ বহন করে। বাড়বকুণ্ড সমুদ্রসৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর ২০২৫ছবি: আবু মোহাম্মদ কায়সার
২ / ৯
শীতের সকালে সবজি (লাউ) বিক্রেতা সবজি নিয়ে বাজারের পথে। দত্তখলা বিল, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সাইফুল ইসলাম
যেদিকে চোখ চায় শুধু হলুদ আর হলুদ। এ যেন কেউ হলুদ চাদর বিছিয়ে রেখেছে! এমনই দৃশ্য চলনবিলের শর্ষের খেতজুড়ে। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলী গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: প্রান্ত কুমার তালুকদার
৬ / ৯
আহা কত শান্তি ও কোলাহলমুক্ত কুতুবদিয়ার বাতিঘর সৈকতে। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাজু বড়ুয়া