পাহাড়ের চূড়ায় তখন ঘন কালো মেঘ জমেছে। হালকা বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ার আগে বাতাসে ভেসে এসে গায়ে লাগছিল, এক অপূর্ব স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। পাহাড়ের সবুজ বৃক্ষরাজি সেই বৃষ্টিতে আরও সতেজ হয়ে উঠেছিল, আর মাচাংয়ের কাঠের তলায় বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ শব্দে পড়ছিল। রাঙ্গামাটির কাপ্তাইয়ের গরবা গুদি থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: রোকনুজ্জামান আনান