পাঠকের ছবি (৬ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
প্রকৃতির অপরুপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে সোনালু ফুল। ছবিটি নওগার মহাদেবপুর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
২ / ৮
প্রকৃতির শান্ত ছোঁয়া—একটি নদীর বুকজুড়ে নীরবতা। চিরিরবন্দর, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অনিক অধিকারী
৩ / ৮
পড়ন্ত বিকেল। এমন সময় নদীপাড়ের দৃশ্য দেখার মতো। চারদিক নীরব নিস্তব্ধতায় ভরা। ছবিটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতু এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
আবহমান গ্রামবাংলা। যেন স্বর্গের প্রতিচ্ছবি। দেখলেই নয়ন জুড়ায়, হৃদয় শীতল হয়। গ্রামে সুঘ্রাণ আছে। এটা সবাই পায় না। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৮
পাহাড়ের চূড়ায় তখন ঘন কালো মেঘ জমেছে। হালকা বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ার আগে বাতাসে ভেসে এসে গায়ে লাগছিল, এক অপূর্ব স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। পাহাড়ের সবুজ বৃক্ষরাজি সেই বৃষ্টিতে আরও সতেজ হয়ে উঠেছিল, আর মাচাংয়ের কাঠের তলায় বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ শব্দে পড়ছিল। রাঙ্গামাটির কাপ্তাইয়ের গরবা গুদি থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রোকনুজ্জামান আনান
৬ / ৮
সন্ধ্যার শেষ আলোয় নদীজীবন। প্রকৃতির কোলে মানুষের সংগ্রাম ও সৌন্দর্যের নিঃশব্দ সহাবস্থান। চিরিরবন্দর, দিনাজপুর
ছবি: অনিক অধিকারী
৭ / ৮
তালগাছ আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে বজ্রপাত প্রতিরোধে তালগাছের জুড়ী নেই। গ্রাম থেকে তালগাছ হারিয়ে যাওয়ায় বজ্রপাতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে এখনো সামান্য কিছু তালগাছ টিকে আছে, যা দিয়ে বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়। ছবিটি মুন্সিগঞ্জের কাজী কসবা এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৮ / ৮
ঘাস পরিবারের বৃহত্তম সদস্য বাঁশ। বাঁশ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। এসব গুচ্ছকে বাঁশঝাড় বলে। এটিআই, হাটহাজারী, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম