পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
আখ কেনাবেচা চলছে। পুরাতন হাট, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. আইয়ুব আলী
২ / ৭
দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর বাংলার বুক চিরে সবুজ মাড়িয়ে চলছে আন্তনগর ট্রেন। ছবিটি ২১ আগস্ট বিকেল চারটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা হয়
ছবি: আহসান উল্লাহ জিহাদ
৩ / ৭
বৃষ্টি নামার আগে আকাশে মেঘের লুকোচুরি খেলা। আর নদীর পাড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল একটি নৌকা। ছবিটি সম্প্রতি সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট থেকে তোলা
ছবি: মো. নাজমুল হাসান সেখ
৪ / ৭
জলাভূমিতে শুরু হয়েছে অতিথি পাখির আগমন। জলময়ূরের বিচরণ। ছবিটি নাটোর থেকে ২৩ আগস্ট তোলা
ছবি: সজল কুমার
৫ / ৭
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরও কঠিন। গণমানুষের ভালোভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে পারলেই স্বাধীনতার প্রকৃত সুখ আসবে। ছবিটি সম্প্রতি রাজধানীর মিরপুর-২ থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
সীমান্তঘেঁষা রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। গতকাল শনিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের ঘয়টাপাড়া সীমান্তঘেঁষা এলাকার রাস্তাটি বিজিবি ও ছাত্র-জনতার উদ্যোগে সংস্কার করা হয়েছে
ছবি: আবু সাইদ কাকন
৭ / ৭
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেলের দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি। গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। শেওড়াপাড়া মেট্রোরেলের দেয়াল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক