পাঠকের ছবি (২৪ এপ্রিল ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া—তিন নদীর মোহনায় বাহারি রঙের নৌকা সারিবদ্ধভাবে তীরে সাজানো হয়েছে। তিন নদীর মোহনা, বড় স্টেশন, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল-আমিন
২ / ৮
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে ঐতিহাসিক লালদীঘি মাঠে। বলীখেলার মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। সকালের রোদ পেরিয়ে দুপুর গড়িয়ে গেলেও কারও হাতে নেই বিরতি। কেউ বাঁশ বেঁধে তৈরি করছেন আসন, কেউ মঞ্চের কাঠামো রাঙাচ্ছেন নানা রঙে। হাতুড়ির ঠোকাঠুকি, রশির টান, কাঠ কাটার শব্দে প্রাণ ফিরে পেয়েছে গোটা এলাকা। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: সূর্য দাস
৩ / ৮
প্রকৃতিতে এখনো বর্ষার তোড়জোড় শুরু হয়নি। মাঝেমধ্যে একপশলা বইয়ে যাচ্ছে। তাতেই নদীপাড়ে কাশফুলেরা হেসে উঠছে। তাদের ডগাগুলোতে সাদা ফুলের মায়া ছড়াচ্ছে। নদীর পাড় কাশফুল ছাড়া তার সৌন্দর্য বিলাতে পারে না। তাই অনবদ্য হয়ে ফুটে রয়েছে শুভ্র মোহনীয় রূপের কাশফুল। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ইছামতী নদীর পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
সবুজে ঘেরা ইলা মিত্র সংগ্রহশালা। নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমতিয়াজ
৫ / ৮
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বলীখেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে তিন দিনের বৈশাখী মেলা বসবে লালদীঘি মাঠ এবং তৎসংলগ্ন এলাকায়। লালদীঘি মাঠের পশ্চিম পাশে এক কোণে বাঁশের তৈরি নানা আসবাবপত্র সাজিয়ে দাঁড়িয়ে আছেন কারিগর খাদেমুল ইসলাম। তিনি প্রতিবারের মতো এবারও নরসিংদী থেকে বাঁশ ও বেতের তৈরি কুলা, চালুন, খাঁচা, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাঁই নিয়ে এসেছেন বিক্রির আশায়। তবে সব প্রদর্শন করতে পারছেন না। গতকাল প্রশাসন থেকে তাঁদের জানানো হয়েছে, মেলা না করার জন্য; কিন্তু কেন তা তাঁদের জানানো হয়নি। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৪ এপ্রিল
ছবি: সূর্য দাস
৬ / ৮
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/ সব গাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে। আজকাল তালগাছ প্রায় চোখেই পড়ে না। সেই সঙ্গে হারিয়ে যেতে বসেছে তালগাছে বাবুই পাখি বাসা বাঁধার চিরাচরিত সেই ছবি। ছবির তালগাছটি নিজের অস্তিত্ব রক্ষার জানান দিয়ে যাচ্ছে। মাদাম ব্রিজ এলাকা, লক্ষ্মীপুর সদর, থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৮
কখনো প্রখর তাপের তেজ, আবার কখনো মেঘের সঙ্গে অভিমানী লুকোচুরি শেষে বাড়ি ফেরার পথে বৈশাখী সূর্য। একটি ধ্রুপদি অবেলা। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ৮
পড়ন্ত বিকেলে ফুটবল নিয়ে শৈশবের দুরন্তপনায় মেতেছে কয়েকটি শিশু। শিলখালী, পেকুয়া, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রিয়াজ রায়হান রাফি