চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বলীখেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে তিন দিনের বৈশাখী মেলা বসবে লালদীঘি মাঠ এবং তৎসংলগ্ন এলাকায়। লালদীঘি মাঠের পশ্চিম পাশে এক কোণে বাঁশের তৈরি নানা আসবাবপত্র সাজিয়ে দাঁড়িয়ে আছেন কারিগর খাদেমুল ইসলাম। তিনি প্রতিবারের মতো এবারও নরসিংদী থেকে বাঁশ ও বেতের তৈরি কুলা, চালুন, খাঁচা, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাঁই নিয়ে এসেছেন বিক্রির আশায়। তবে সব প্রদর্শন করতে পারছেন না। গতকাল প্রশাসন থেকে তাঁদের জানানো হয়েছে, মেলা না করার জন্য; কিন্তু কেন তা তাঁদের জানানো হয়নি। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৪ এপ্রিলছবি: সূর্য দাস