পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
ছোটবেলায় প্রাথমিকের শিক্ষক শিখিয়েছিলেন রংধনুর সাতটি রং মনে রাখার সহজ ছড়া—বে নী আ স হ ক লা। এখনো রংধনু দেখলে মনের মধ্যে এ ছড়াটা কাটি। ৩০ জুলাই সন্ধ্যার ঠিক আগে মুহূর্তে একপশলা বৃষ্টির পর অস্ট্রেলিয়ার সিডনির আকাশে দেখা গেল রংধনু। ছবিটি সিডনির বোটানি সাবার্ব থেকে তোলাছবি: মো. ইয়াকুব আলী
২ / ৮
একটা নাগরিক মধ্যরাত। তখন মেঘ চাঁদকে আড়াল করার চেষ্টায় রত। যখন পুরো শহর ঘুমিয়ে। মোহাম্মদপুর, ঢাকা, ২৯ জুলাইছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
দিনের শেষে মানিকগঞ্জের কালিগঙ্গা নদী যেন স্বপ্নের মতো সুন্দর। ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জিত মণ্ডল
নদীতীরে গোধূলির আবিরে রাঙা অস্তমান লাল সূর্য। দিনের শেষে থেমে আসে চারপাশের কর্মকোলাহল। প্রকৃতিতে নেমে আসে অন্য রকম এক প্রশান্তি। সূর্যের রক্তিম আলোর ছটায় প্রকৃতি যেন অন্য রকম রঙে নিজেকে সাজায়। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীসংলগ্ন বেউথা এলাকা থেকে তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
পড়ন্ত বিকেলের গোধূলিলগ্নে বিলের পাড়। সূর্য আর বিলে আসা নতুন পানির কলকল আওয়াজে মুখর চারদিক। ঢাকার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের পশ্চিম পানধোয়ার নামাপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মু. আবদুল্লাহ আল নাঈম
৭ / ৮
প্রতিটি পূর্ণিমা পৃথিবীর জন্য চাঁদের পক্ষ থেকে প্রেরিত উপহারস্বরূপ। ছবিটি রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
স্কুল বন্ধ। পড়ার টেবিলে মন বসে না। তাই তো তারা ট্রাক্টরের পেছনে মাছ খোঁজাসহ নানা কাজে সময় পার করছে। জমিতে বর্ষার পানিতে জমে থাকায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। বেলাইচণ্ডী গ্রাম, পার্বতীপুর উপজেলা, দিনাজপুরছবি: মো. আইয়ুব আলী