কর্মব্যস্ত সারা সপ্তাহ যান্ত্রিক শহরে একটু বিশ্রাম বা বিনোদনের জন্য এখন অনেকেই বেছে নেন নৌকাভ্রমণ। আমাদের জন্য শহুরে জীবনে যাঁরা অভ্যস্ত, তাঁদের কাছে এ নৌকাভ্রমণই হয়ে উঠতে পারে সপ্তাহ শেষে কিংবা দিন শেষে স্নিগ্ধ বিনোদন। ভ্রমণটা কখনো হয় পরিবারসহ অথবা বন্ধুদের সঙ্গে। এমনই ভ্রমণপিপাসুদের অপেক্ষায় রয়েছেন মাঝিরা তাঁদের নৌকাগুলো নিয়ে। বেলাইবিল ঘাট, কেশরিতা বাজার, সদর উপজেলা, গাজীপুর, ১৮ আগস্টছবি: দীন মোহাম্মদ দীনু