পাঠকের ছবি

১ / ৬
নীল আকাশের মেঘ জানান দিচ্ছে শরৎ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্রবীর পাল
২ / ৬
কর্মব্যস্ত সারা সপ্তাহ যান্ত্রিক শহরে একটু বিশ্রাম বা বিনোদনের জন্য এখন অনেকেই বেছে নেন নৌকাভ্রমণ। আমাদের জন্য শহুরে জীবনে যাঁরা অভ্যস্ত, তাঁদের কাছে এ নৌকাভ্রমণই হয়ে উঠতে পারে সপ্তাহ শেষে কিংবা দিন শেষে স্নিগ্ধ বিনোদন। ভ্রমণটা কখনো হয় পরিবারসহ অথবা বন্ধুদের সঙ্গে। এমনই ভ্রমণপিপাসুদের অপেক্ষায় রয়েছেন মাঝিরা তাঁদের নৌকাগুলো নিয়ে। বেলাইবিল ঘাট, কেশরিতা বাজার, সদর উপজেলা, গাজীপুর, ১৮ আগস্ট
ছবি: দীন মোহাম্মদ দীনু
৩ / ৬
গোধূলি লগনে তোমার পরশে জুড়ায় মোর এই প্রাণ, তুমি আছো তাই, চারিধারে ছড়ায়, আনন্দেরই বান। পীরগাছা, মাটিডালি রোড, বগুড়া, ১৮ আগস্ট
ছবি: মৃনাল কান্তি দেবনাথ
৪ / ৬
ছাদবাগানে ফুটেছে একঝাক গোলাপি রঙের ভুঁইচাঁপা ফুল। ইংরেজি নাম রেইন লিলি। নরসিংদী, ১৯ আগস্ট।
ছবি: দিমা বণিক
৫ / ৬
হাওরে মাছ ধরার জন্য নৌকা নিয়ে অপেক্ষারত জেলে! নিকলী বেড়িবাঁধ এলাকা, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মরিয়ম রিমা
৬ / ৬
বাবার রেখে যাওয়া শেষ সম্বল ছিল একটা মাটির ঘর। টিউশনি করে সংসার চালাত। প্রাকৃতিক দুর্যোগে সেই বাড়ি দুমড়েমুচড়ে গেছে। শেষ মাথা গোঁজার ঠাঁইটুকু। মল্লিকছোয়াং, হাজিরপাড়া, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম, ১৩ আগস্ট
ছবি: মোহাম্মদ সামি