পাঠকের ছবি

১ / ৬
রাজধানীর গ্রিনরোড সরকারি আবাসিক কোয়ার্টারের ভেতরে সাইনবোর্ডের সামনে ময়লার ভাগাড়। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা
ছবি: প্রবীর পাল
২ / ৬
প্রচণ্ড গরম। এর মধ্যেই প্রশান্তি মেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল-সংলগ্ন পুকুরটিতে ও এর পাড়ে। পুকুরটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় ব্যক্তি ও নির্মাণশ্রমিকেরা গোসল করে থাকেন। বিশেষ করে শিশু-কিশোরেরা গোসলে মেতে ওঠে পুকুরের পানিতে। তাদের ডুবসাঁতারে তৈরি হয় অন্য রকম এক অ্যালবাম
ছবি: আজাহারুল ইসলাম
৩ / ৬
রাজমিস্ত্রি আনিস সকালে নির্মাণাধীন ভবনের কলামে পানি দিচ্ছেন। দেখে মনে হচ্ছে, তিনি দায়িত্ব নিয়ে শ্রাবণের তাতানো সূর্যদেবকে শীতল জলে ভিজিয়ে দিলেন। ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুখের ছায়া এলাকা থেকে থেকে ১৫ জুলাই তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৪ / ৬
রোদের প্রখরতা কমে যাওয়া কোনো এক নির্জন বিকেলের শুরুতে যেখানে পথিক আশ্রয় নেয় গাছের ছায়াতলে। খেওড়া, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৫ / ৬
এ যেন নদীর বুকে মেঘ ভেসে বেড়াচ্ছে। ছবিটি সম্প্রতি খুলনার রূপসা নদী থেকে তোলা হয়েছে
ছবি: সুকান্ত দাস
৬ / ৬
মাছ ধরার ফাঁদ। এটি বেয়াল জাল নামেও পরিচিত। এটি এমন একটি মাছ ধরার পদ্ধতি, যা পানির একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়। তারপর মাছ প্রবেশ করলে জাল টেনে উঠিয়ে মাছ ধরা হয়। সিলেটসহ দেশের প্রায় সব জায়গাতেই এর ব্যবহার দেখা যায়। সিলেটের বন্যার পানি এখনো সব জায়গা থেকে পানি নামেনি। ফলে পানিবন্দী এ অবস্থায় মাছ ধরেও জীবিকা নির্বাহ করার দৃশ্য দেখা যায় অনেক অঞ্চলে। ছবিটি সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাশ থেকে সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসেন