পাঠকের ছবি (৫ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
চুপচাপ চোখ বন্ধ করে ভাবার সাধ জাগে ডুবে যাই, ডুবতে থাকি গভীর অনুরাগে চোখ খুললেই মস্ত শহর সামনে হাজির হয়ে ভাবার জগৎ দেয় ভুলিয়ে কঠিন এক প্রলয়ে। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৬
পাহাড়ঘেরা দৃষ্টিনন্দন লেকে পর্যটকদের কায়াকিং। মেঘলা পর্যটনকেন্দ্র, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৬
নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। ছবিটি সম্প্রতি জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা এলাকা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৪ / ৬
শ্রীলঙ্কার গালে জেলার মাদু নদীর এই ছবি বুঝিয়ে দেয় প্রকৃতি কাউকে বঞ্চিত করে না। শুধু জীবনযাপনের জন্য পথ খুঁজে নিতে হয়। এই দ্বীপরাষ্ট্রের জীবিকা নির্বাহের জন্য আছে নারকেল, মসলা, পাথরসহ আরও অসংখ্য অনুষঙ্গ। মাদু নদী, গালে, শ্রীলঙ্কা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মায়া আলমগীর
৫ / ৬
ধান কাটা শেষ। ধান কেটে কৃষক নিচু জমি থেকে উঁচু জমিতে তুলেছেন। সেখানেই চলছে এখন ধান মাড়াইয়ের কাজ। ছবিটি মুন্সিগঞ্জের মেঘনা পাড়ের আধারা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৬ / ৬
টংদোকানে বসে এক কাপ রং–চা খেতে খেতে পাহাড় দেখা! মেঘলা পর্যটনকেন্দ্র, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. রায়হানুল হক 208. সূর্যোদয়। হাতিরঝিল, ঢাকা। ১ মে ২০২৫
ছবি: সুদীপ্ত কুমার দাস