শ্রীলঙ্কার গালে জেলার মাদু নদীর এই ছবি বুঝিয়ে দেয় প্রকৃতি কাউকে বঞ্চিত করে না। শুধু জীবনযাপনের জন্য পথ খুঁজে নিতে হয়। এই দ্বীপরাষ্ট্রের জীবিকা নির্বাহের জন্য আছে নারকেল, মসলা, পাথরসহ আরও অসংখ্য অনুষঙ্গ। মাদু নদী, গালে, শ্রীলঙ্কা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মায়া আলমগীর