পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
পরিচ্ছন্নতাকর্মী—সাত সকালে শহরের রাস্তা পরিষ্কার রাখতে তাঁরা নেমে পড়েন রাস্তায়। তাঁদের কারণেই আমরা শহরের দূষিত বাতাসেও বুক ভরে শ্বাস নিতে পারি। কিন্তু আমাদের সমাজে তাঁরা অপাঙ্‌ক্তেয়। বিশ্বের উন্নত দেশগুলোয় পরিচ্ছন্নতাকর্মীরা যেমন সম্মানিত, তেমনি তাঁদের ঘণ্টাপ্রতি মজুরিও অন্য অনেকের থেকে বেশি। উন্নত দেশগুলোয় তাঁদের কাজকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়। বলা হয়, পরিচ্ছন্নতাকর্মীরা না থাকলে পৃথিবীটা কবেই ভাগাড় হয়ে যেত। ছবিটি সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরখান থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৬
অপেক্ষা। রমনা পার্ক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবু সাইদ
৩ / ৬
দিনের শেষভাগে অস্তমিত সূর্য। সারিয়াকান্দি চর, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবু হাসান
৪ / ৬
গত বছরের ৭ আগস্ট ইউরোস্ট্যাটের তথ্যসূত্রে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। ফিনল্যান্ডের এস গ্রুপ থেকে প্রকাশিত ত্রৈমাসিক ম্যাগাজিন ‘উহ্‌তেইসহুভা’সে সময় তাঁদের কভার স্টোরি করেছিল বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে। ফিনল্যান্ডের বাসস্টপে অ্যাবরিবাস পোস্টারে শোভা পাচ্ছিল ম্যাগাজিনটি। স্থানীয় ভাষায় যা লেখা ছিল, সেটির অনুবাদ করলে হয়—মেড ইন বাংলাদেশ: প্রিজমা (এস গ্রুপের একটি হাইপারমার্কেট) থেকে আপনার কেনা পোশাকটি হতে পারে এই মেয়ের সেলাই করা, তাঁর নাম তানিয়া আক্তার (২৩)। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মারুফ দেওয়ান
৫ / ৬
প্রতিচ্ছবি। ছবিটি সম্প্রতি ঢাকার উত্তরখান থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৬ / ৬
নাম না-জানা ফুল। মিরপুর, ঢাকা
ছবি: জাহিদ রহমান