পাঠকের ছবি

১ / ৮
অস্ট্রেলিয়ার আকাশে বইছে বসন্তের বাতাস। আর প্রকৃতিতে ফুটছে নানা জাতের ফুল। জাপানিজ ওয়েস্টেরিয়াগুলো দেখতে যেমন সুন্দর, সুবাসও মনমাতানো। ছবিটি ১৬ সেপ্টেম্বর সিডনির কেন্টলিন সবার্ব থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৮
শুধু সড়কের গাড়ির কালো ধোঁয়া নয়, ট্রলারের কালো ধোঁয়ায় বায়ুমণ্ডল দূষিত করে। ছবিটি ১৫ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীর থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৩ / ৮
ব্রহ্মপুত্র নদ, শরতের আকাশ, পড়ন্ত বিকেল—এক অপরূপ মেলবন্ধন। জয়নুল আবেদীন পার্ক, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইলিয়াস উদ্দিন
৪ / ৮
পড়ন্ত বিকেলে, সূর্য ডোবার আগমুহূর্তে লতাগুলোর সতেজতা জানান দেয় মাথা উঁচু করে। বিল পদ্মা নদী, ধুরাইল ইউনিয়ন, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তামিম হোসেন
৫ / ৮
মা পৃথিবীতে সন্তানের সব থেকে বড় আশ্রয়স্থল। জীবিকার তাড়নায় এই পাহাড়ি মা তাঁর সন্তানকে নিয়ে হলুদ ফুল বিক্রি করছেন। মায়ের পিঠে হেলান দিয়ে বাচ্চাটি অবাক চোখে পৃথিবী দেখছে। সাজেক ভ্যালি, রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী ভৌমিক
৬ / ৮
205. জালের পরিচর্যা করে নদীতে যাওয়ার প্রস্তুতি। ছবিটি ১৫ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীর থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৭ / ৮
হাজারি গোলাপ। বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা
ছবি: রবিউন নাহার তমা
৮ / ৮
চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। উত্তর ধানঘড়া গ্রাম, গাইবান্ধা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কাওছার আহাম্মেদ