অস্ট্রেলিয়ার আকাশে বইছে বসন্তের বাতাস। আর প্রকৃতিতে ফুটছে নানা জাতের ফুল। জাপানিজ ওয়েস্টেরিয়াগুলো দেখতে যেমন সুন্দর, সুবাসও মনমাতানো। ছবিটি ১৬ সেপ্টেম্বর সিডনির কেন্টলিন সবার্ব থেকে তোলাছবি: মো. ইয়াকুব আলী
২ / ৮
শুধু সড়কের গাড়ির কালো ধোঁয়া নয়, ট্রলারের কালো ধোঁয়ায় বায়ুমণ্ডল দূষিত করে। ছবিটি ১৫ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীর থেকে তোলাছবি: মোবাশ্বির হাসান শিপন