পাঠকের ছবি

১ / ৬
একসময় এ রাস্তা দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন নিয়মিত যাতায়াত করত। গাজীপুর সিটি করপোরেশনের ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ড এর সংযোগ সেতু এটি। গাজীপুর সদর উপজেলার কালা সিকদার ঘাটের নির্মাণাধীন সেতুর কাজ এক বছরের বেশি সময় ধরে বন্ধ আছে। প্রতিদিন শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অস্থায়ীভাবে নির্মিত কাঠ-বাঁশের সাঁকো দিয়ে জেলা শহরে প্রবেশ করছে। এতে জরুরি রোগীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাজীপুর সদর, ২ সেপ্টেম্বর
ছবি: দীন মোহাম্মদ দীনু
২ / ৬
ভাদ্র মাসে পাকা তাল গাছের নিচে পড়ে থাকে। ছোট্ট শিশুরা পড়ে থাকা তাল কুড়াতে ভীষণ পছন্দ করে। অনেক সময় শিশুরা দুষ্টুমির ছলে পাকা তাল তুলে দেয় মাথায়। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রাম থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৩ / ৬
সনাতন পদ্ধতিতে দীর্ঘ ৫০ বছর ধরে খোলা আকাশের নিচে নাপিতের কাজ করে যাচ্ছেন জীবন শিল। বাঘমারা, লালমাই, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল-আমিন
৪ / ৬
পরিবেশদূষণ রোধের মধ্য দিয়েও জীবিকা নির্বাহ করা সম্ভব। সদরঘাট, ঢাকা, ২৩ আগস্ট
ছবি : হিমু
৫ / ৬
অপরূপ মায়াবী সন্ধ্যা। গোধূলির লগ্নে তোলা ছবি
ছবি: হৃদয় বিশ্বাস
৬ / ৬
গ্রামের সূর্যাস্ত। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান