পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়েই কর্মস্থলে ছুটছেন একজন। ঝুকি নিয়েই রেলপথে হঁাটছেন তিনি। মহাখালী রেল গেট, ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ঢাকা। ছবি: মেসবাহ উদ্দিন আহমদ
২ / ৯
মেঘাচ্ছন্ন এক সকালের শান্ত প্রকৃতি। বর্ষার পানিতে মাঠে পানি জমে থাকায় ডিঙি করেই আশপাশে চলাচল করতে হয়। ছবিটা সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের মিকাইল এলাকা থেকে তোলাছবি: এনাম এলাহী মল্লিক
৩ / ৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আবেগ-অনুভূতি, ভালোবাসা-ভালোলাগা, প্রেম-বিচ্ছেদ, আন্দোলন-প্রতিবাদ—সবকিছুই দেখা যায়। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইমতিয়াজ আরমান
৪ / ৯
চন্দ্রিমা উদ্যান। শেরেবাংলা নগর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুহাম্মাদুল্লাহ
৫ / ৯
তপ্ত রোদে শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত নারী শ্রমিক। দক্ষিণ সি বিচ, শাহপরীর দ্বীপ, টেকনাফ উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
দুই পাশে খেজুরগাছ, পরিচ্ছন্ন একটি রাস্তা। রাজশাহীতে এমন রাস্তার অভাব নেই। শাহবাজপুর, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইমতিয়াজ আরমান
৭ / ৯
প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচিতের সেবা ফাউন্ডেশন। সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বরছবি: রিফাতুল হোসেন
৮ / ৯
প্রকৃতির ক্যানভাসে আঁকা এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শিল্টা, কাশিয়ানী, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: স্বাধীন খন্দকার
৯ / ৯
নীল আকাশে শুভ্র মেঘের বিস্ফোরণ! ছবিটি কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক