বর্ষায় কাপ্তাই লেক তার আসল রূপ ধারণ করে। নিজের আসল রূপ ফিরে পায় কাপ্তাই লেক বর্ষা এলেই। পানির ধারা হয়ে ওঠে প্রাণবন্ত, আর চারপাশের পাহাড়গুলো যেন নতুন প্রাণ পায়। এই মৌসুমে নৌকাভ্রমণ, লেকের পার ঘেঁষে হাঁটা অথবা লেকের পাশে দাঁড়িয়ে সবুজ পাহাড় দেখা—সবকিছুই হয়ে ওঠে স্মরণীয়। কাপ্তাই লেকের ছবিটি সম্প্রতি তোলাছবি: ইয়াজ উদ্দিন সজিব