পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
সবুজ ঘাস, সাইকেল আর একমুঠো স্বাধীনতা—প্রতিটি প্রতিফলন বলে দেয় ভ্রমণের গল্প। ছবিটা ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: এনাম এলাহী মল্লিক
২ / ৭
গোধূলিলগ্ন। কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: রবিউন নাহার তমা
৩ / ৭
বস্তায় আদা চাষ। কম খরচে অধিক লাভের আশায় বস্তায় আদার চাষ করা হয়েছে। মেহার গ্রাম, চান্দিনা, কুমিল্লা, ১০ আগস্টছবি: ওসমান গনি
৪ / ৭
নৌকার মাঝি জাল ফেলেছেন নদীর বুকে, লাল সূর্য ডুবে যায় গোধূলির রং মেখে। ছবিটি চাঁদপুর থেকে সম্প্রতি তোলাছবি: মো. ইব্রাহীম খলিল সজল
সমুদ্রের ঢেউ তাঁদের কাছে রোমাঞ্চ নয়—এটা জীবন ও জীবিকার লড়াই। জালেই বাঁধা তাঁদের সংসারের আশা। শ্যামলাপুর সৈকত, টেকনাফ, কক্সবাজার, ১২ আগস্টছবি: ইমন চৌধুরী