পাঠকের ছবি (১১ সেপ্টেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
হুক্কাকে কেন্দ্র করে জমে ওঠে গ্রামীণ আড্ডা, আলোচনায় রাজনীতি থেকে শুরু করে গ্রামের খুঁটিনাটি। অরুয়াইল এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, (১১ সেপ্টেম্বর ২০২৫)
ছবি: সূর্য দাস
২ / ৭
ছোট একটি ডিঙিনৌকা, ছোট একটি সংসার, ছোট কিছু চাওয়া-পাওয়ার মধে৵ জীবনের এলোমেলো সুন্দর এক গল্প। গল্পে রাজ্যহীন রাজকন্যার মা–বাবা জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত। পাশে ছোট দুটি রাজকন্যা নদী ও নদীর চাকচিক্যময় বাহন দেখতে ব্যস্ত। জীবনের প্রতি তাদের কোনো অভিযোগ বা অনুযোগ নেই। আছে শুধু অফুরান পাওয়ার আনন্দ। বড় একটা মাছ পেলেই পুরো রাজ্য খুশিতে উত্তাল। বেঁচে থাকুক নদী, বেঁচে থাকুক নদীকেন্দ্রিক জীবনের অপূর্ব রাজ্যগুলো। শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ৭
লজ্জাবতীগাছের ফুল। ফুলটা দেখতে অনেক সুন্দর। একে ‘পিঙ্ক স্পার্কল’ও বলে। ছবিটি সম্প্রতি রাঙামাটি পিটিআই প্রাঙ্গণ থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
যে গ্রামের পথে হাঁটলে প্রকৃতির নিস্তব্ধতা চোখে পড়ে। গ্রামের রস-সুধা অনুভবে পাওয়া যায়। এমন মায়াবী একটি গ্রামের দেখা মিলেছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর পদ্মার চর যাওয়ার সময়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি- অলিউর রহমান ফিরোজ
৫ / ৭
বাঁশের তৈরী সামগ্রী। বাংলার গ্রামীণ শিল্প এবং ঐতিহ্যের অংশ। ছবিটি সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী থেকে তোলা
ছবি: স্বাতীলেখা লিপি
৬ / ৭
তীব্র তাপপ্রবাহে সবার জীবন অতিষ্ঠ। ঘাটারচর, কেরানীগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আল আমিন জুয়েল
৭ / ৭
আউশ ধান কাটা শেষ। কাটা ধান জমি থেকে নিয়ে মাড়াই ও ঝাড়াই করা হবে। পাশের জমিগুলোতে ইতিমধ্যে আমন ধান রোপণ কার্যক্রম শুরু হয়ে গেছে। কৃষক ব্যস্ত সময় পার করছেন। চররমনীমোহন ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম