ছোট একটি ডিঙিনৌকা, ছোট একটি সংসার, ছোট কিছু চাওয়া-পাওয়ার মধে৵ জীবনের এলোমেলো সুন্দর এক গল্প। গল্পে রাজ্যহীন রাজকন্যার মা–বাবা জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত। পাশে ছোট দুটি রাজকন্যা নদী ও নদীর চাকচিক্যময় বাহন দেখতে ব্যস্ত। জীবনের প্রতি তাদের কোনো অভিযোগ বা অনুযোগ নেই। আছে শুধু অফুরান পাওয়ার আনন্দ। বড় একটা মাছ পেলেই পুরো রাজ্য খুশিতে উত্তাল। বেঁচে থাকুক নদী, বেঁচে থাকুক নদীকেন্দ্রিক জীবনের অপূর্ব রাজ্যগুলো। শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ