পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথকনসার্ট করেছেন শ্রীমঙ্গলের যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা। গতকাল রোববার (২৫ আগস্ট)  বিকেলে শহরের চৌমুহনা চত্বর এলাকায় অর্ধশত সংস্কৃতিকর্মী জড়ো হন। শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দেশাত্মবোধক ও বাউল গানে গলা মেলান সংস্কৃতিকর্মীরা। এ সময় বিভিন্ন অঙ্কের নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন পথচারীরা। এই টাকা দিয়ে বন্যার্তদের জন্য খাবারসহ প্রয়োজনীয় ওষুধ বন্যাকবলিত এলাকায় মানুষের হাতে আজ (সোমবার) তুলে দেওয়া হবে বলে জানান সংস্কৃতিকর্মীরা। চৌমুহনা চত্বর, শ্রীমঙ্গল শহর, মৌলভীবাজার, ২৫ আগস্ট
ছবি: জীবন পাল
২ / ৮
ছাদবাগানের ড্রাগন ফল। রাধানগর মক্তবপাড়া, পাবনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফরিদা ইয়াসমিন
৩ / ৮
লাইব্রেরিতে বইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন নিমেষেই ভালো করে দেয় মন। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৪ আগস্ট
ছবি: সুদীপ্ত কুমার দাস
৪ / ৮
চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে বিশেষ চাহিদাসম্পন্ন কচু। তরকারিতে ইলিশ মাছের সঙ্গে কচুর মিতালি যেন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জীবন থেকে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার হাঁসখালী হাট থেকে তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৫ / ৮
বন্যার্তদের জন্য শুকনা খাদ্য সংগ্রহ কর্মসূচি। রাজু ভাস্কর্য, টিএএসি, ঢাকা, ২৫ আগস্ট
ছবি: সুদীপ্ত কুমার দাস
৬ / ৮
হলুদ আর ম্যাজেন্টা রঙের সন্ধ্যামালতী ফুল। রাধানগর মক্তবপাড়া, পাবনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফরিদা ইয়াসমিন
৭ / ৮
পড়ন্ত বিকেলের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট
ছবি: সুদীপ্ত কুমার দাস
৮ / ৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে চুড়ির পসরা সাজিয়ে বসে আছেন এক বিক্রেতা। কাচের চুড়ির কেনাবেচা সারা বছর ধরেই চলে। তবে উৎসবের সময় এর বিক্রি বাড়ে অনেক গুণ। ছবিটি সম্প্রতি তোলা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: মো. রায়হানুল হক