নোয়াখালীর রামগঞ্জে প্রায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের টাকায় কেনা হয় এই ত্রাণ। ত্রাণ তহবিল গঠন, অনুদান সংগ্রহ, ত্রাণ প্রস্তুত ও বিতরণের কাজে বিদ্যালয়টির এসএসসি ব্যাচ ২০১৭, ’১৯, ’২০, ’২২ ও ২০২৪–এর শিক্ষার্থীরা যুক্ত ছিলছবি: মো. নূর মোহাম্মদ