পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
আগে দেশ-বিদেশ ও শহর এলাকায় ডাকবাক্সের বার্তার অপেক্ষা ছিল, আবেগের বিশেষ অংশ ছিল। আর এখন ডাকবাক্সে ধুলা জমে রঙিন প্রলেপ হারাচ্ছে। চিঠি লেখার অভ্যাস কমতে থাকায় স্বাভাবিকভাবেই আর কদর নেই ডাকবাক্সের। ইন্টারনেটের যুগে লেনদেন হারিয়ে ‘বিলুপ্তপ্রায়’ হয়ে দাঁড়িয়েছে ডাকবাক্সগুলো। জিপিও, চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর
ছবি: তারানা তানজিনা মিতু
২ / ৬
আকাশে গোধূলির বিচ্ছুরণ! অসাধারণ দৃশ্য। তুরাগ নদ, মিরপুর বেড়িবাঁধ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৬
নোয়াখালীর রামগঞ্জে প্রায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের টাকায় কেনা হয় এই ত্রাণ। ত্রাণ তহবিল গঠন, অনুদান সংগ্রহ, ত্রাণ প্রস্তুত ও বিতরণের কাজে বিদ্যালয়টির এসএসসি ব্যাচ ২০১৭, ’১৯, ’২০, ’২২ ও ২০২৪–এর শিক্ষার্থীরা যুক্ত ছিল
ছবি: মো. নূর মোহাম্মদ
৪ / ৬
১ আগস্ট ২০২৪। রাত ১০টা পেরিয়েছে। ঢাকার বাসাবো খেলার মাঠসংলগ্ন‌ একটি দোকানের বারান্দায় মেয়েটি গভীর ঘুমে। ওকে জড়িয়ে ঘুমাচ্ছে কুকুরছানাটিও
ছবি: আব্দুল্লাহ
৫ / ৬
ডোরাকাটা দাগের পাপড়িসংবলিত ফুলটির নাম ‘চিতা লিলি’। ছবিটি সম্প্রতি রাজধানীর পূর্বাচল এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৬
স্তূপ থেকে ধান বস্তায় ভরছেন শ্রমিকেরা। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরোনো হাট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী