পাঠকের ছবি (২২ সেপ্টেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
এক টুকরো বাংলাদেশ। জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা, ২১ সেপ্টেম্বর
ছবি: রবিউন নাহার তমা
২ / ৭
গ্রামের ভেতর দিয়ে পিচঢালা সরু রাস্তা। দুই পাশের সবুজ ফসলের খেত আর সারি সারি তালগাছ। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। চান্দিনা, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ওসমান গনি
৩ / ৭
গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মাঠে এখন চলছে ছোট ছোট বালকদের ফুটবল প্রশিক্ষণ। সেখানে অনেক বালক এসে হাজির হয়েছে প্রশিক্ষণ নিতে। এ দৃশ্য বর্তমান বাস্তবতায় খুবই সময়োপযোগী। তার কারণ, এখন শিশুরা মাঠ কী জিনিস, তা ভুলে যেতে বসেছে। তাদের মাঠে ফেরাতে যাঁরা উদ্যোগী হয়েছেন, তাঁরা সাধুবাদ পাওয়ার যোগ্য। ছবিটি মুন্সিগঞ্জের রিকাবী বাজারের একটি মাঠ থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৭
মেঘলা আকাশে সূর্যাস্ত। ছবিটি বরিশাল শহর থেকে ২১ সেপ্টেম্বরে তোলা
ছবি: সবুজ
৫ / ৭
নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বৃষ্টিও এসে তাকে স্বাগত জানিয়ে গেল। এবার পৃথিবী দেখার অপেক্ষা
ছবি: স্বাতীলেখা লিপি
৬ / ৭
চিঠির বাক্স। ইন্টারনেটের বর্তমান যুগে চিঠির আদান-প্রদান হয় না বললেই চলে। নেটওয়ার্কবিহীন যোগাযোগের সাক্ষী হয়ে আছে এই চিঠির বাক্সগুলো। ছবিটি সম্প্রতি ঢাকার মিরপুর পোস্ট অফিসের সামনে থেকে তোলা
ছবি: জহিরুল ইসলাম
৭ / ৭
সুপারির রাজ্য। চররুহিতা ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম