অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে। গত রোববার (২৪ মার্চ) বাংলা স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার ৫৩তম বর্ষকে স্মরণ করেছে। স্কুলের নিয়মিত বাংলা ক্লাসে চিত্রাঙ্কন শেষে বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেনছবি: মো. ইয়াকুব আলী