পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
গাছ দুটো দাঁড়িয়ে আছে অসীমের পানে। জগতি, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুব্রত কুমার পাল
২ / ৮
ভোরের পূর্ণিমার চাঁদ - পূর্ণিমার চাঁদের বিচরণ বাংলাদেশের জীবনযাত্রা থেকে শুরু করে শিল্প সাহিত্য সবখানেই। একসময় ভরা পূর্ণিমার রাত্রে জোৎস্নার আলোয় উঠোনে বারোয়ারি বিছানা পেতে নাতি নাতনীদের শ্লোক শোনাতেন দাদা-দাদী, নানা-নানী। গ্রামের বিদ্যুৎহীন পরিবেশে পূর্ণিমার চাঁদের আলোকে অনেক উজ্জ্বল মনে হত তখন। এখন বিদ্যুতের ঝকঝকে আলোর কাছে মলিন হয়ে গেছে জোৎস্না। তাই চাঁদমামাও হয়ে গেছেন বড্ড একা। নীরবেই উঠেন, নীরবেই অস্ত যান। শহুরে নাগরিকদের সেদিকে দৃষ্টি ফেরানোর ফুরসৎ নেই। তবুও মাঝে মধ্যে কোনো উদাস নাগরিকের দৃষ্টিতে ধরা পরে চাঁদমামার বিবর্ণ চেহারা। ছবি সিডনির মিন্টো সাবার্ব থেকে ২৬ মার্চ ভোরে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৮
উডোজাহাজ থেকে রাজধানী। ২৫ মার্চ
ছবি: শাহাবুদ্দিন শুভ
৪ / ৮
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’–এর সদস্যরা। বৃক্ষরোপণের প্রথম পর্বের এ মিশনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), চারুকলা বিভাগ, বেশ কিছু আবাসিক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেন
ছবি: শাহরিয়ার সীমান্ত
৫ / ৮
রৌদ্র ধোয়া বিচ স্পাইডার লিলি। ফুলটির জন্ম বাংলাদেশে না হলেও, আমাদের দেশে সুপরিচিত। তালাইমারী, কবি গোলাম মোস্তফা রোড, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি : পৌষী শাহরিয়ার
৬ / ৮
সিলেটের জাফলং জিরো পয়েন্টে মায়াবী ঝর্নার পাশে পর্যটকেরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শারমিন আহমেদ
৭ / ৮
অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে। গত রোববার (২৪ মার্চ) বাংলা স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার ৫৩তম বর্ষকে স্মরণ করেছে। স্কুলের নিয়মিত বাংলা ক্লাসে চিত্রাঙ্কন শেষে বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন
ছবি: মো. ইয়াকুব আলী
৮ / ৮
207. একজন আলোকচিত্রি মানুষের ছবি তুলে দিন পার করে। অজান্তে আরেকজনের ক্যামেরায় বন্দী হয়ে গেলেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শারমিন আহমেদ