পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
গাজীপুরের বেলাই বিলে বালু নদের পারের কিষানি নিজের খেতের সবজি সংগ্রহ করে ঘরে তুলছেন। গাজীপুরের বেলাই বিল একটি উর্বর ও জলাভূমি এলাকা, যা কৃষির জন্য বিশেষভাবে উপযোগী। এলাকার কৃষকেরা মূলত ধানখেতের পাশে তুলনামূলক একটু উঁচু বা নদীর তীরে সবজি চাষ করেন। কৃষকেরা ভোরে বা বিকেলে তোলা সবজি স্থানীয় বাজারে নিয়ে যানছবি: মো. সামছুল আলম শিবলী
২ / ৭
আকাশজুড়ে মেঘের সারি। চারদিক সুনসান নীরবতা। মেঘের দিনে প্রকৃতির নিস্তব্ধতা খুবই ভালো লাগে। ছবিটি মুন্সিগঞ্জের খলিফা বাড়ি থেকে সম্প্রতি তোলাছবি: মো. রাসেল ভূইয়া
৩ / ৭
পায়ের নিচে বল, চোখে স্বপ্ন—কৈশোর মানেই মাঠে রাজত্বের দিনগুলো। শেষ মিনিট, স্কোর সমান, আর গ্যালারিতে টান টান উত্তেজনা—এটাই ফুটবলের আসল রোমাঞ্চ। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের আঁকিলপুর এলাকা থেকে তোলাছবি: সূর্য দাস
৪ / ৭
প্রকৃতির ক্যানভাসে আঁকা এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শিল্টা, কাশিয়ানীম ফরিদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: স্বাধীন খন্দকার
৫ / ৭
পড়ন্ত বিকেলে খেলার মাঠে খেলা চলছে। হঠাৎ কালবৈশাখীর আনাগোনা বেড়ে যাওয়ায় বালকদের খেলায় ছন্দপতন ঘটেছে। ছবিটি মুন্সিগঞ্জের মিরকাদিমের বাইদ্যাপট্টি এলাকা থেকে তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
নদী রয়েছে, জল নেই। নৌক রয়েছে মাঝিহীন। নদীর নাম নন্দকুজা। গুরুদাসপুর বাজার ঘাট, নাটোর, ১৯ এপ্রিল, ২০২৫ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৭
১৪ এপ্রিল, পয়লা বৈশাখ—বাংলা নববর্ষ। বাংলার সর্বজনীন উৎসব ১৪৩২ বঙ্গাব্দের পয়লা বৈশাখের দিনটিকে বরণ করে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছোট্ট কিশোর-কিশোরীরা সেজেছিল ব্যতিক্রমী সাজে। কেউ কেউ গুনগুন করে গাইছিল, ‘এসো হে বৈশাখ, এসো এসো..’ছবি: মো. রিয়াজ হোসাইন