ওপরে কালো মেঘ, পাশে আকাশচুম্বী ভবন। সামনে আমগাছে মুকুল ভরপুর। এটা নাটোর বা রাজশাহীর চিত্র নয়, রাজধানী ঢাকার। সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারিছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
গবাদিপশুর জন্য বস্তাবন্দী কাটা ঘাস নিয়ে হেঁটে যাচ্ছেন দুই শ্রমজীবী নারী। বাইশাকান্দা গ্রাম, ধামরাই উপজেলা, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
সন্ধ্যা নামতে কয়েক মুহূর্ত বাকি। কিন্তু কাজ ফুরানোর নেই বেলা–অবেলা। আরও কাজ করতে হবে, আরও রোজগার বাড়াতে হবে। তাই ইটভাটার শ্রমিকেরা ট্রলিতে করে ইট নিয়ে যাচ্ছে চিমনির নিকটে। সঙ্গে রয়েছেন নারী শ্রমিক। ইসলামপুর, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: এস এম আব্দুস সামাদ
৫ / ৮
সাজানো–গোছানো নিরিবিলি লেক আর পাড়ের সর্বত্র শোভা ছড়াচ্ছে দৃষ্টিনন্দন সূর্যমুখী। শেখ রাসেল পার্ক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুমাইয়া ইয়াসমিন
৬ / ৮
নিজের গৃহপালিত ছাগল নিয়ে নৌকায় করে গন্তব্যে ফিরছেন এক ব্যক্তি। কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকাগুলোতে নৌকা ছাড়া চলাচলের বিকল্প নেই। এখানে বসবাসকারী নারী, পুরুষ ও শিশু—সবাই নৌকা চালানোয় পারদর্শী। কাপ্তাই হ্রদ, শুভলং, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিছবি: আরমান খান
৭ / ৮
কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরছে। শুভলং, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিছবি: আরমান খান
৮ / ৮
নারকেল ও খেজুরগাছের সারিতে পুকুরপাড়। দুপুরের তপ্ত রোদে শীতল পানি। কচুয়া, বাগেরহাট। ছবিটি সম্প্রতি তোলাছবি: হোসনে আরা সিদ্দীকা