পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে

১ / ৭
নদীমাতৃক দেশ হওয়ায় নৌকাভ্রমণ এ দেশে বেশ জনপ্রিয়। বর্ষায় নদীতে দূষণ নেই বললেই চলে। শহরের যান্ত্রিক সময়কে পাশ কাটিয়ে তুরাগ নদীতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর দারুণ সময় এখন। নদীর স্রোতেরও এক সম্মোহনী শক্তি আছে। সব মানসিক জড়তা নিমেষে দূর করতে পারে নদী। তুরাগ নদী, কাউন্দিয়া ঘাট, সাভার। ছবিটি সম্প্রতি তোলা। তুরাগ নদী, কাউন্দিয়া ঘাট, সাভার, ঢাকা
ছবি: মো. রায়হানুল হক
২ / ৭
শান্ত নদী। নদীতে নৌকা বাধা। বর্ষাকালে নদী যৌবন ফিরে পেয়েছে। তুরাগ নদী, পঞ্চবটী, আশুলিয়া, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৭
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাধীন ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও পরে পুড়িয়ে ফেলা হয়েছে। ছবিটি ৪ আগস্ট তোলা
ছবি: মো. নাজমুল হাসান
৪ / ৭
সারাদিনের ক্লান্ত শরীরে চড়ূই পাখিরা সন্ধ্যার আগমহূর্তে বসেছেন এক মরা গাছের ডালে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন, মরা গাছে পাতা গজিয়েছে। ঠিক বাংলাদেশের ছাত্রদের মতো অসাড় বাংলাদেশের হাল ধরেছে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে
ছবি: মো. আইয়ুব আলী
৫ / ৭
গোধূলির আকাশ ঘন আবহে কতক কৈশোরের উদ্যামতা লক্ষ্য করা যায় সিলেটের জাফলংয়ে। পিয়াইন নদীর স্বচ্ছ নির্মল পানি, পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড, নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ; যা পর্যটকের মনে ভাব-আবেগের এক তরঙ্গজোয়ার সৃষ্টি করে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মারুফ মজুমদার
৬ / ৭
ঠক ঠক শব্দে কর্মযজ্ঞ চলছে নৌকা তৈরির কারিগরের। প্রতিবছর বর্ষা মৌসুমের শুরু হওয়ার আগমুহূর্ত থেকে, তুরাগ নদীর পাড়ে নৌকা তৈরির ধুম পড়ে যায়। মানিকার টেক ঘাট, কাউন্দিয়া, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
হাজারের শিক্ষার্থী, জনবল যখন দেশ সংস্কারে ব্যস্ত, ছবিতে থাকা মানুষটি তাঁদের ক্লান্তি দূর করাতে খাবার হাতে তাঁদের কাছে পৌঁছেছেন। এটি ২৪–এর জেন–জি–এর সংগ্রামের এক দিনমজুর সহযোদ্ধার। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৩ আগস্ট
ছবি: তানজিলা আক্তার