নদীমাতৃক দেশ হওয়ায় নৌকাভ্রমণ এ দেশে বেশ জনপ্রিয়। বর্ষায় নদীতে দূষণ নেই বললেই চলে। শহরের যান্ত্রিক সময়কে পাশ কাটিয়ে তুরাগ নদীতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর দারুণ সময় এখন। নদীর স্রোতেরও এক সম্মোহনী শক্তি আছে। সব মানসিক জড়তা নিমেষে দূর করতে পারে নদী। তুরাগ নদী, কাউন্দিয়া ঘাট, সাভার। ছবিটি সম্প্রতি তোলা। তুরাগ নদী, কাউন্দিয়া ঘাট, সাভার, ঢাকাছবি: মো. রায়হানুল হক