পাঠকের ছবি (২৩ নভেম্বর ২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সৈকতে লাল কাঁকড়া। কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিটি ২০ অক্টোবরে তোলা
ছবি: মো. জাহাঙ্গীর আলম
২ / ৮
নবান্নে রোপা আমন তুলতে ব‍্যস্ত কৃষক। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
৩ / ৮
মৃৎশিল্পের কাজ চলছে। বিজয়পুর, সদর-দক্ষিণ, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৪ / ৮
হেমন্তের সকাল, মিষ্টি রোদে চারদিক ঝকঝক করছে। আর গ্রামীণ জীবনে জানান দিচ্ছে শীতের আনাগোনার কথা। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়খিলা গ্রাম থেকে তোলা
ছবি: ইলিয়াস উদ্দিন
৫ / ৮
রেইশি মাশরুম (গ্যানোডার্মা সুগা)। রেইশি খাদ্যোপযোগী মাশরুম নয়। ছবিটি সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তোলা
ছবি: মো. আব্দুল্লাহ চৌধুরী
৬ / ৮
বারান্দার শোভা বাড়াচ্ছে স্থলপদ্ম ফুল। গ্রিন রোড়, ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: প্রবীর পাল
৭ / ৮
এই হচ্ছে বর্তমান কাঁঠালবাড়ী ঘাট। যা একসময় লোকে লোকারণ্য ছিল। শিবচর, মাদারীপুর, ১৫ নভেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৮
খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে ২০ নভেম্বর তোলা
ছবি: ইউনুস আলী ফাইম