পাঠকের ছবি


হাইলাইটস: পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
কামরাঙা ফুল। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, ২৯ মে
ছবি: শফিক খান
২ / ৭
মেঘাচ্ছন্ন ঢাকা। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ মে।
ছবি: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
৩ / ৭
সুপারিগাছ একটা পুরাকীর্তি আড়াল করে রেখেছে। বাস্তবতাও এরকমই! অথচ, জমিদার বাড়ি ইতিহাস-ঐতিহ্য আগ্রহীদের থেকে দূরে রাখতে পারেনি। জমিদার সচ্চিতানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত এই বাড়িটি একসময় স্কুল হিসেবে ব্যবহৃত হলেও এখন পরিত্যক্ত। চাইলে পুরাকীর্তিকে যাদুঘর বা পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে। হরিনাহাটি, কোটালিপাড়া, গোপালগঞ্জ, ২৭ মে
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
চোখ গেল বা পাপিয়া পাখি। বিভিন্ন গল্প বা কবিতায় এ পাখির নাম শুনেছি। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এদের দেখা যায়। সম্প্রতি রংপুর কারমাইকেল কলেজ এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: রাকিন জহির
৫ / ৭
কৃষ্ণচূড়া ফুল, যা দেখে শুধু চেয়ে থাকতে মন চায়। ছবিটি বাগেরহাটের খানজাহান আলী (রা.) মাজারসংলগ্ন দিঘির ঘাট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
পানির স্রোতে বাঁধ ভেঙেছে। আর বাঁধ ভাঙার কারণে ভেঙে গেছে ব্রিজ। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে চলছে উপজেলা নির্বাচন। ভোটকেন্দ্রও এই বিদ্যালয়। ভোট দিতে এসে ভাঙা ব্রিজ থাকায় পড়তে হয়েছে দুর্ভোগে। ছবিটি গতকাল বুধবার (২৯ মে) মৌলভীবাজার শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা
ছবি: জীবন পাল
৭ / ৭
মাছ ধরায় ব্যস্ত ছোট্ট শিশুটি। ছবিটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রাম থেকে সম্প্রতি তোলা।
ছবি: জিহাদ হোসেন রাহাত