হাওরের পানিকে সঙ্গে নিয়ে মানুষের জীবনযাপন

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
হাওর অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম চিরচেনা। বর্ষাকাল এলেই লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন। হাওরের বড় বড় ঢেউয়ের আঘাতে বসতবাড়ি ভেঙে যায়। হাওরের যোগাযোগের কাঁচা ও পাকা বেশির ভাগ নিচু সড়ক পানির নিচে থাকে। ছোট-বড় ইঞ্জিনচালিত নৌকা দিয়ে হাওরের মানুষকে যাতায়াত করতে হয়। হাওরবাসীকে বছরের কয়েক মাস পানিবন্দী থাকতে হয়। হাওরের পানিকে সঙ্গে নিয়ে মানুষের জীবনযাপনের কয়েকটি আলোকচিত্র সম্প্রতি কিশোরগঞ্জের বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা অঞ্চল থেকে তুলেছেন ফাত্তাহ তানভীর রানা।

১ / ১১
হাওরের অথই জল। যেদিকে তাকানো যায়, সেদিকেই বিস্তীর্ণ জলরাশি
২ / ১১
হাওরের জলে হিজলগাছ
৩ / ১১
নৌকা থেকে দূরে একটা গ্রাম চোখে পড়ল
৪ / ১১
ট্রলার যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে
৫ / ১১
নদী তীরে অন্য গ্রামের মতোই সাধারণ চিত্র
৬ / ১১
বয়স্ক, নারী ও পুরুষ হাওরের পানিতে নিজের কাজ সেরে নিচ্ছেন
৭ / ১১
চারদিকে হাওরের পানি, মাঝে একটা বাড়ি। বিভিন্নভাবে বাড়িটিকে ভাঙন থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে
৮ / ১১
জেলেরা ট্রলারে মাছ ধরতে ব্যস্ত
৯ / ১১
হাওরের নতুন পানিতে শিশু-কিশোরেরা বড়শি ফেলে মাছ ধরতে ব্যস্ত
১০ / ১১
বিআইডব্লিউটিএ অষ্টগ্রাম লঞ্চঘাট। অষ্টগ্রামের সাধারণ মানুষ এ ঘাট ব্যবহার করেই বাজিতপুর, ভৈরব, নিকলী যাতায়াত করেন
১১ / ১১
হাওরের জলে নিমজ্জিত একটা ইটভাটা। বর্ষাকাল চলে গেলেই আবার শুরু হবে ইটভাটার কার্যক্রম