পাঠকের ছবি

১ / ৯
পাহাড়ে চড়া হয়নি। ইটভাটার ছোটখাটো পাহাড়সম মাটিতে আনন্দে মেতেছে শিশু-কিশোররা। ছবিটি গত মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছোটমানিকা এলাকা থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ৯
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ শুকিয়ে চর জেগে উঠেছে। নাব্যতা না থাকায় নদীর চরে ধান চাষ করা হচ্ছে। ছবিটি সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৩ / ৯
গাজীপুরের কালিয়াকৈরের মকশ বিল থেকে এই খাল দিয়ে ডাইং কারখানার অপরিশোধিত বর্জ্য গিয়ে মিশছে তুরাগ নদে। এসব খাল–বিল ও নদে এখন আর মাছ পাওয়া যায় না। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্যও। পরিবেশ অধিদপ্তর নামকাওয়াস্তে জরিমানা করেই দায় সারছে। পরিবেশ সংরক্ষণ আইনে এর বেশি নাকি কিছুই করণীয় নেই। মারাত্মকভাবে স্বাস্থ্যঝুঁকিতে আছেন স্থানীয় বাসিন্দারা। ছবিটি ৯ ডিসেম্বর তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৪ / ৯
শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশা ও কনকনে ঠান্ডার দাপটে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করে বের হতে হচ্ছে বাসা থেকে। রানীনগর, নওগাঁ, ১২ ডিসেম্বর
ছবি: আবু ইউসুফ
৫ / ৯
শর্ষে ফুলে মধু আহরণে মগ্ন প্রজাপতি। পারনওগাঁ, নওগাঁ, ১১ ডিসেম্বর
ছবি: শামীনূর রহমান
৬ / ৯
শীতের সকাল। আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১১ ডিসেম্বর
ছবি: কামাল হোসেন
৭ / ৯
সন্ধ্যা হলেই গাইবান্ধায় মৌসুমি দোকানগুলোতে পিঠা বিক্রি শুরু হয়। ছবিটি গাইবান্ধা সদর উপজেলা থেকে ১২ ডিসেম্বর তোলা
ছবি: তাসলিমুল হাসান সিয়াম
৮ / ৯
তীব্র শীত উপেক্ষা করে দুই কৃষক খাঁড়ি থেকে সনাতন সেচযন্ত্র দোলনা সেচনি দিয়ে বোরো ধানের বীজতলায় পানি নিচ্ছেন। ছবিটি গত সোমবার বিকেলে নওগাঁ শহরের পার নওগাঁ সরদারপাড়া এলাকা থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৯ / ৯
আমি এক নীরব প্রাণী, কোণঠাসা হয়ে থাকি। ক্ষুধার কথা বলতে না পারি, নীরব হয়ে অত্যাচার সহ্য করি। কোনো আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই, শুধু বেঁচে যাওয়া খাবারটুকু তাদের জন্য বরাদ্দ রাখি। এমনভাবেই পৃথিবীর এ প্রাণগুলো যাতে বেঁচে থাকে যুগের পর যুগ। শ্যামলী, ঢাকা, ১১ ডিসেম্বর
ছবি: তানিয়া আক্তার