এখন দুপুর। হাওয়াই মিঠাই আর বেলুন বিক্রেতা অলস সময় অতিবাহিত করছেন। পড়ন্ত বিকেল হলেই কেনাকাটা করতে মানুষের ভিড় হবে। আর তখনই নতুন জামাকাপড় কেনার সঙ্গে সঙ্গে হাওয়াই মিঠাই আর বেলুন কেনার ধুম পড়ে যাবে। সিপাহীপাড়া এলাকা, মুন্সিগঞ্জ, ২৪ মার্চছবি: অলিউর রহমান ফিরোজ