পাঠকের ছবি (২৫ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
অঞ্জন ফুলের কাণ্ড ও ডালপালাজুড়ে ছোট ছোট নীলচে বেগুনি রঙের ফুলের থোকার রং সত্যিই আকর্ষণীয়। আকারে ছোট হলেও অঞ্জন ফুলের রয়েছে অদ্ভুত এক দ্যুতি। দেখতে চাইলে চলে আসুন প্রিয় রমনা উদ্যানে
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
২ / ৮
গ্রামের একটি সড়কের পাশে এভাবেই অবসর সময় কাটানোর জন্য বাঁশের ফালি দিয়ে তৈরি করা হয়েছে বসার স্থান। এখানেই আলাপ চলে রাজনীতিসহ নিত্যপণ্যের দাম নিয়ে। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশ থেকে তোলা
ছবি: হাজী মো. রাসেল ভূঁইয়া
৩ / ৮
আজকের মতো সূর্যের ছুটি। পাড় থেকে কোনো মসজিদের মোয়াজ্জেমের সুরেলা কণ্ঠে ভেসে আসছে আজানের পবিত্র ধ্বনি। নৌযান চলছে তার নিজেস্ব গন্তব্যে। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
ছুটির দিনে ফাঁকা ফুটপাতে গভীর মনোযোগে চলছে রান্নাবাটি খেলা। ছবিটা সম্প্রতি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া থেকে তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৫ / ৮
অফিস থেকে দেখা কাশফুল। মিরপুর ডিওএইচএস, ঢাকা, ২৪ মার্চ
ছবি: মো. ফয়সাল হোসেন
৬ / ৮
নদীপথের দুই প্রজন্মের দুই বাহন। চাঁদপুর লঞ্চঘাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
এখন দুপুর। হাওয়াই মিঠাই আর বেলুন বিক্রেতা অলস সময় অতিবাহিত করছেন। পড়ন্ত বিকেল হলেই কেনাকাটা করতে মানুষের ভিড় হবে। আর তখনই নতুন জামাকাপড় কেনার সঙ্গে সঙ্গে হাওয়াই মিঠাই আর বেলুন কেনার ধুম পড়ে যাবে। সিপাহীপাড়া এলাকা, মুন্সিগঞ্জ, ২৪ মার্চ
ছবি: অলিউর রহমান ফিরোজ
৮ / ৮
ভরদুপুরের তপ্ত রোদে পাতার ফাঁকে লুকিয়েছে দোয়েল। ছবিটা রাজধানীর রমনা উদ্যান থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী