পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
পাহাড়ে আমগাছ। বান্দরবান থেকে নীলগিরি পর্যন্ত পাহাড়ের ঢালে প্রচুর আমগাছ লাগানো হয়েছে। ভবিষ্যৎ এই এলাকা থেকে প্রচুর আম পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাবল হ্যান্ড, বান্দরবান, ১৫ এপ্রিল
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৭
অস্ট্রেলিয়ায় সারা বছর ধরেই চলে বিভিন্ন ধরনের উৎসব। অনেকটা বাংলাদেশের প্রবাদ ‘বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি’র মতো। এখন চলছে স্কুল হলিডে। সেটাকে বিবেচনায় রেখে সিডনির ক্যামডেন কাউন্সিল গত রোববার (২১ এপ্রিল) আয়োজন করেছিল একটা ঘুড়ি উৎসবের। বাতাস কম থাকায় ঘুড়ি সেভাবে ওড়ানো সম্ভব হয়নি, কিন্তু এতে অংশগ্রহণকারীদের আনন্দ খুঁজে নিতে অসুবিধা হয়নি। ছবিতে ফড়িং ঘুড়ি হাতে দেখা যাচ্ছে এক শিশুকে
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৭
অসহনীয় গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদ আর অসহ্য গরমেও শ্রমজীবী মানুষের বিরাম নেই। প্রচণ্ড দাবদাহেও থেমে নেই তাঁরা। টিআইসি কলোনি এলাকা, দক্ষিণখান, ঢাকা, ২২ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৪ / ৭
বাংলাদেশের ঐতিহ্যবাহী টং-দোকান। ক্লান্ত শ্রমিক বা পথচারীদের খানিকটা আরামের সংস্থান হয় এখানেই। গা এলিয়ে চা-পানি খাওয়ার পাশাপাশি সুখটানে ধোঁয়া ছড়ানোর জায়গা এটা। তবে তীব্র দাবদাহে যখন দেশ পুড়ছে তখন সব কলাকুশলী এখানে অনুপস্থিত। পালপাড়া ঘাট, মিরপুর, ঢাকা, ২১ এপ্রিল
ছবি: রবিউন নাহার তমা
৫ / ৭
কুয়েতে নানা আয়োজনে বৈশাখ উদ্‌যাপন করেছে রবীন্দ্র-নজরুল শিল্পীগোষ্ঠী। ১৮ এপ্রিল কুয়েতের ছেবদি অঞ্চলে এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা
ছবি: মোশাররফ হোসেন
৬ / ৭
ইট-পাথরের শহরে মাটির অস্তিত্ব কুঁজে পাওয়া যেন দায়। আশপাশে খাল-জলাশয়, লেক নেই। প্রচণ্ড গরম, বাতাসে উত্তাপ—এমন পরিস্থিতিতে বালুর স্তূপে বেওয়ারিশ কুকুর। টিআইসি কলোনি এলাকা, দক্ষিণখান, ঢাকা, ২২ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৭ / ৭
মেঘ জমা আকাশে এক মাঝির তীরে ফেরার চেষ্টা। যমুনা নদী, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুলতানা শান্তা