পাঠকের ছবি

১ / ৭
বনভোজন বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এখন শহর অঞ্চলেও বনভোজন ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। শীতকাল এলেই বন্ধুবান্ধব বা পরিবার–পরিজনসহ বাড়ির বা কোনো রিসোর্টের আঙিনায় দল বেঁধে মেতে ওঠেন বনভোজনে। ঢাকার উত্তরখানে এমনই একটি বনভোজনে মেতে উঠেছে একটি পরিবার। ছবিটি ৮ জানুয়ারি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৭
সকালের ঠান্ডা-কুয়াশার মধ্যে ইরি ধান রোপণের কাজ করছেন এক নারী। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৮ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৩ / ৭
শর্ষেখেতের ভেতর দিয়ে নাড়া (ধানগাছের নিচের উচ্ছিষ্ট অংশ) কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডিমা মাঠ থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৪ / ৭
প্রবহমান আত্রাই নদ। এখন নদের পানি কমে আসছে। তাই তো মুক্ত জলাশয়ে হাঁসের পাল খেলে বেড়াচ্ছে। কালীনগর, সিংড়া, নাটোর, ৬ জানুয়ারি
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৭
ইরি ধান রোপণের জন্য জমি চাষের পর নাতিকে নিয়ে মই দিচ্ছেন এক ব্যক্তি। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৮ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৬ / ৭
শীতকালীন ফুলের মধ্যে বেশ সুন্দর ও আকর্ষণীয় একটি ফুল জিনিয়া। তবে এই ফুলের কোনো গন্ধ নেই। এর আদি নিবাস মেক্সিকো। বৈজ্ঞানিক নাম zinnia elegans এবং এর ইংরেজি নাম হলো ‘zinnia’। ঢাকা পিটিআইয়ের ফুলবাগান, মিরপুর-১৩, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
তরমুজের বীজ রোপণের জন্য মাদা প্রস্তুত করা হচ্ছে। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৮ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান