পাঠকের ছবি (২৩ সেপ্টেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
সবুজ ঘাসের বুকে একলা গরুর হেঁটে চলা। নিদ্রার চর, তালতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জাফরিন সুলতানা
২ / ৭
দূরের জুম পাহাড় থেকে লেবু সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষি। ছবিটি সম্প্রতি তোলা। হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৭
কাশফুল যখন শরতের বাতাসে দোল খায়। যমুনা রেল ব্রিজ এলাকা, টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
নদীর পাড় ধরে হাঁটছিলাম। চোখে পড়ল হলুদ বুনোফুল। ঝোপঝাড়ের ভেতর এমন সুন্দর ফুল প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিটি মুন্সিগঞ্জের মিরকাদিম খেলার মাঠের পাশ থেকে ১৬ সেপ্টেম্বর বিকেলে তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৭
‘যতই ছোট হও না কেন, চেষ্টা করলে আলোর স্পর্শ তুমিও পাবে।’ ছবিটি সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী থেকে তোলা
ছবি: স্বাতীলেখা লিপি
৬ / ৭
প্রকৃতি ও মানুষের অনন্য বন্ধু এই জীবন্ত শামুক! ছবিটি চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
বর্ষায় গ্রামের মানুষের যাতায়াতের সহজ উপায় নৌকা। কাকুরিয়া, অরুয়াইল, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস