পাঠকের ছবি

১ / ৭
ভেড়ার পাল নি‌য়ে মা‌ঠে যা‌চ্ছেন একজন নারী। কু‌টি, পীরগঞ্জ, রংপুর। ছ‌বি‌টি সম্প্রতি তোলা
ছ‌বি: মাসুদার রহমান
২ / ৭
নব্বই দশকের আগপর্যন্ত এই খিরু নদ দিয়ে বড় বড় বজরা ও লঞ্চ চলত। হাজারো মানুষ ও জেলে পরিবারের লোকজন এ নদে মাছ শিকার করতেন। আশপাশের এলাকার মানুষ নৌকায় এ নৌপথে দূরদূরান্তে চলাচল করতেন। পরবর্তী সময়ে ভালুকার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত মিল-কারখানা স্থাপিত হওয়ায় খরস্রোতা নদটি ক্রমান্বয়ে মরা খালে পরিণত হয়। ভালুকা, ময়মনসিংহ, ১৬ জুলাই
ছবি: সফিউল্লাহ লিটন
৩ / ৭
বর্ষার সময়ে আমাদের দেশে প্রায় সব ধরনের ফুল দেখা যায় না। কিন্তু এ সময় পুকুরে, বিলে, নদ-নদীতে একটি ফুল খুব দেখা যায়, সেটি হচ্ছে কচুরিপানার ফুল। সদর উপজেলা, বগুড়া, ১৮ জুলাই
ছবি: তন্ময় কুমার দেবনাথ
৪ / ৭
গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন ভ্যানচালক। ছবিটি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৫ / ৭
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রৌমারী উপজেলা পরিষদের সামনে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকেরা মানববন্ধন শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন
ছবি: আবু সাইদ
৬ / ৭
রৌদ্রোজ্জ্বল বিকেলে চলছিল গ্রামবাংলার ফুটবলপাগল একদল তরুণের জমজমাট ফুটবল খেলা। এরই মধ্যে হঠাৎ বিশাল আকাশ মেঘে ঢেকে যায়। প্রকৃতি তার রূপ ক্ষণে ক্ষণে পাল্টায়। আর সেই রূপ কতই-না মধুর, তা এই ছবি জলজ্যান্ত প্রমাণ। নশিরপুর, ক্ষেতলাল, জয়পুরহাট, ২৬ জুন
ছবি: মো. হামিদুর রহমান সরন
৭ / ৭
শ্রাবণের ঝুম বৃষ্টি। নখারপাড়া, রংপুর, ১৮ জুলাই
ছ‌বি: মাসুদার রহমান