পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
কিশোর ছেলেটি লঞ্চে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করছে। এগুলো বিক্রি করে চলে তার জীবন সংগ্রাম! ছবিটি বরিশাল লঞ্চ ঘাট থেকে সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
২ / ৯
তপ্ত দুপুরে নিজেকে ঠান্ডা রাখতে ব্যস্ত কুকুরটিও। মোহাম্মদপুর, ঢাকা, ২৪ মেছবি: মামুনূর রহমান হৃদয়
৩ / ৯
কাঁঠালগাছটি কাঁঠালের ভারে নুয়ে পড়ার উপক্রম। গাছের ওপর থেকে নিচ পর্যন্ত কাঁঠাল। মুন্সিবাড়ি, কোটালিপাড়া, গোপালগঞ্জ, ২৪ মে।ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৯
জুম্মার দিনের মিলনমেলা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। জুম্মার (শুক্রবার) নামাজের পর ক্যাম্পাসের আবদুল জব্বার মোড়ে একত্রিত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সবাই একত্রে একটি ছবি তোলে শেষ হয় এই মিলনমেলার। প্রতি জুম্মার দিনেই এ চিত্রের দেখা মেলে আবদুল জব্বার মোড়ে। ছবিটি শুক্রবার (২৪ মে) বাকৃবির আবদুল জব্বার মোড় থেকে তোলাছবি: তানিউল করিম জীম
৫ / ৯
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে ২৩ মে থেকে শুরু হয়েছে গোপাল গোষ্ঠ মেলা। মেলায় বাহারি হাতপাখা নিয়ে বসেছেন দোকানদার লিয়াকত মিঞা। তাঁর দাবি, মানুষ শুধু এসে এসে দেখেই। দেখার তুলনায় ঐতিহ্যবাহী এই হাতপাখা কেনার মানুষের সংখ্যা অনেক কমছবি: মো. নাজমুল হাসান সেখ
৬ / ৯
সকালের শুভ্রতা ছড়িয়ে দুপুরের কড়া রোদে লাল রঙে প্রাকৃতিকে রাঙিয়ে তুলছে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া। ছবিটি নওগাঁর আত্রাই সেতুসংলগ্ন মহাসড়কের পাশে থেকে সম্প্রতি তোলাছবি: নাজমুল হক নাহিদ
৭ / ৯
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। দেশে প্রচলিত ২০ টাকার নোটে এই ঐতিহাসিক স্থাপনাটি অঙ্কিত আছে। ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৮ / ৯
একটা মৃতপ্রায় নদীর আত্মচিৎকার। পয়সার হাট, আগৈলঝড়া, বরিশাল, ২৪ মে।ছবি: ফাত্তাহ তানভীর রানা
৯ / ৯
দুপাশে চা–বাগান। মাঝখানে নজরকাড়া মাটির রাস্তা। দুই দিকেই সারি সারি গাছ। এককথায় বলতে গেলে সবুজের সমারোহ। বর্তমান সময়ে মাটির রাস্তার চিত্র খুব একটা চোখে পড়ে না। কিন্তু চা–বাগানের মাঝখানে এরকম রাস্তা সবুজ প্রকৃতির সৌন্দর্যটা যেন কয়েক গুণ বাড়িতে দিয়ে থাকে। চা–বাগানে গেলে নজরকাড়া এরকম দৃশ্য চোখে পড়ে। শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের লাখাইছড়ার ভেতর দিয়ে খেজুরীছড়া চা–বাগানে বের হওয়ার রাস্তায় মাঝখান থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: জীবন পাল