পাঠকের ছবি (২৪ নভেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
নভেম্বরের হালকা কুয়াশা আর ভোরের প্রথম সোনালি আলোর মাঝে এক কৃষক মাঠে কাজ করছেন। মায়ামারি মাঠ, মেহেরপুর, ২৪ নভেম্বর ২০২৫।
ছবি: আশিকুল ইসলাম অনিক
২ / ৯
বারান্দা বাগানের রেলিং বেয়ে ডালপালা মেলে আপনমনে বেড়ে উঠেছে অপরাজিতাগাছ আর ফুল তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে তোলা। ২৩ নভেম্বর ২০২৫
ছবি: সুদীপ্ত কুমার হোড়
৩ / ৯
বাহারি ফল ধরেছে দৃষ্টিনন্দন ফক্সটেইল পামগাছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, কুড়িল, ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৪ / ৯
সূর্যাস্ত। দোসরপাড়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫
ছবি: অপু আহমেদ
৫ / ৯
মিষ্টি রোদ, হালকা কুয়াশা, শীতের সকালে বারান্দায় বাগানবিলাস। কলেজ এভিনিউ, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুবজ
৬ / ৯
নদীর তীরবর্তী এঁটেল মাটি মৃৎশিল্পের প্রধান উৎস। এই শিল্প নদীমাতৃক সভ্যতার প্রাচীন ঐতিহ্য বহন করে। জলপথ পরিবহনেও সহায়ক। গাঁড়ুদহ, পালপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সুমন পাল
৭ / ৯
পাতার উঁকি। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৯
কুয়াশা আর ভোরের প্রথম সোনালি আলোয় মাঠে যাচ্ছেন কৃষক। মায়ামারি মাঠ, মেহেরপুর, ২৪ নভেম্বর ২০২৫
ছবি: আশিকুল ইসলাম অনিক
৯ / ৯
কৃষক জমি থেকে লাউ সংগ্রহ করে আলে রেখেছেন। বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হবে এখন। ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম