পাঠকের ছবি (১৬ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
মাথায় হেলমেট পরে সাইক্লিং করছে শিশুটি। রাস্তায় কোনো জ্যাম নেই, কোনো গাড়ি নেই, নেই কোনো ট্রাফিক। তবু সে সাইকেল চালাতে মাথায় হেলমেট পরেছে। অথচ অনেক প্রাপ্তবয়স্ককে হেলমেট না পরে রাইডিং করার জন্য মামলায় পড়তে দেখা যায়। ছোট্ট শিশুটির হেলমেট পরে সাইক্লিং করাটা রাইডারদের জন্য অনুকরণীয় হতে পারে। দুর্গাপুর কবরস্থান রোড, চূড়াইন, নবাবগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মুহাম্মাদ ইয়ামিন
২ / ৮
বর্ষার আগমনে এ খালে জীবন ফিরে পেয়েছে। শুকনা মৌসুমে খালে কোনো পানি থাকে না। তাতেই ঐতিহ্যবাহী কমলঘাট বন্দরটি অচলাবস্থা বিরাজ করে। বৈশ্বিক উষ্ণতায় নদ-নদীতে এখন পানি কম। সে কারণেই খালগুলো পানিশূন্য হয়ে পড়ে। ছবিটি সম্প্রতি মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকা থেকে তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৮
জামালপুরের মেলান্দহ বাজার রেলস্টেশন ঢাকামুখী পথ দেখাচ্ছে। সঙ্গে দেখাচ্ছে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিফাত শাহরিয়ার প্রিয়ান
৪ / ৮
দিনের আলো শেষ হতে শুরু করছে। পশ্চিম আকাশ, বাতি জ্বলে ওঠা—সবকিছুই দিনের সমাপ্তি ঘোষণা করছে। কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৫ / ৮
প্রজাপতি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশফাক হোসেন কাফী
৬ / ৮
যাঁরা ভোরে ওঠেন, তাঁরাই এ বাজারের ক্রেতা। এর মধ্যে হাঁটতে বের হওয়া বয়স্ক মানুষের সংখ্যা বেশি। প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত চলে এই বাজার। তরতাজা সবজি ও মাছ সংগ্রহের উদ্দেশ্যেই এই বাজারে ক্রেতাদের ছুটে আসা। হাইল হাওর থেকে ধরে আনা মাছ ও পার্শ্ববর্তী গ্রামে কৃষকের ফলানো সবজি সংগ্রহে আগ্রহী মানুষ এই বাজারের ক্রেতা। শ্রীমঙ্গল জেটি রোড, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জীবন পাল
৭ / ৮
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় লবণ চাষের কারণে হুমকির মুখে দ্বীপের সুরক্ষাপ্রাচীর প্যারাবন বা ম্যানগ্রোভ বন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ উদ্দিন জিল্লু
৮ / ৮
ল্যান্টেনা ফুলের মধু খেতে খেতে প্রজাপতিটি একেবারে নুইয়ে গেল। এত আনন্দ প্রজাপতির অথচ কত ক্ষণিকের জীবন!
ছবি: সঞ্জয় দেবনাথ