মাথায় হেলমেট পরে সাইক্লিং করছে শিশুটি। রাস্তায় কোনো জ্যাম নেই, কোনো গাড়ি নেই, নেই কোনো ট্রাফিক। তবু সে সাইকেল চালাতে মাথায় হেলমেট পরেছে। অথচ অনেক প্রাপ্তবয়স্ককে হেলমেট না পরে রাইডিং করার জন্য মামলায় পড়তে দেখা যায়। ছোট্ট শিশুটির হেলমেট পরে সাইক্লিং করাটা রাইডারদের জন্য অনুকরণীয় হতে পারে। দুর্গাপুর কবরস্থান রোড, চূড়াইন, নবাবগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুহাম্মাদ ইয়ামিন