পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
জিলাপি ফল, ‘বানরের মিষ্টি ফল’। এটি স্থানীয়ভাবে ‘খই ফল’, ‘খৈয়া বাবলা’ বা ‘আম্বালি’ নামে পরিচিত। বাংলাদেশের যশোর ও পটুয়াখালী জেলায় অহরহ দেখা মিললেও অন্য জেলায়ও এর দেখা পাওয়া যায়। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
২ / ৭
ঠাঁই নাই, ঠাঁই নাই—ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি। গোলাপগ্রাম, আশুলিয়া, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শরিফ রানা
৩ / ৭
এখন চলছে বোরো ধান কাটার ভরা মৌসুম। এই মুহূর্তে বৃষ্টি হলে বৃষ্টির সঙ্গে শিলা পড়ারও সম্ভাবনা রয়েছে এবং কৃষকের ক্ষতি হবে! কৃষক বাঁচলেই তো আমরাও বাঁচি; কিন্তু ছোট্ট এ শিশুটির মাথায় এত কিছুর চিন্তা না থাকারই কথা। তাই তো ফসলের মাঠে ধানগাছ হাতে দুরন্তপনায় মেতেছে সে। গঙ্গাচড়া, রংপুর, ১১ মে
ছবি: সাইয়্যেদা সূচনা
৪ / ৭
পদ্মাপাড়ের মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার। টিনের তৈরি বিশেষ নৌকায় বসে মাছ ধরায় ব্যস্ত জেলে। ছবিটি পাবনার পাকশী পদ্মার পাড় থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৭
বৃষ্টিস্নাত লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বর। ছবিটি ১১ মে তোলা হয়েছে।
ছবি: জিহাদ হোসেন রাহাত
৬ / ৭
শহর জীবনের একটি অংশ। মহাখালী রেলগেট, ঢাকা, ১২ মে।
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৭ / ৭
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনের সড়কটি বৃষ্টি হলেই এমন অবস্থা হয়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ, পথচারী ও যানবাহনের চালকেরা। মাঝেমধ্যে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। ছবিটি ১১ মে তোলা।
ছবি: জিহাদ হোসেন রাহাত