পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
স্কুলের ছুটি শেষে বাড়ি ফিরছে একদল শিশু। ছবিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন রোড থেকে ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে তোলাছবি: এ টি এম মাহফুজ
২ / ৯
যখন শূন্যতা স্থির থাকে, সেটাই অনন্তকালের শূন্যতা...। প্যারিস, ফ্রান্স। ছবিটি সম্প্রতি তোলাছবি: আশিক আহমেদ উল্লাস
৩ / ৯
কামার একটি প্রাচীন ও পরিশ্রমসাধ্য পেশা। কঠিন লোহাকে আগুনে পুড়িয়ে ধারালো দা–বঁটি, কোদাল-কাস্তে বানানোর পেশাটি আদিম হলেও কালের আবর্তে এটি এখনো টিকে আছে। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
ঘাটে ভিড়েছে বিভিন্ন গন্তব্যের নৌযান। যাত্রীদের অপেক্ষার প্রহর আর হকারদের বিক্রির হাঁকডাক, দুটোই অফুরন্ত। এভাবে চলছে জীবন ও জীবিকার ছোটাছুটি। লালকুঠি লঞ্চ টার্মিনাল, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ৯
গ্রামীণ কৃষকের নিত্যদিনের অবিচ্ছেদ্য সঙ্গী হলো সাইকেল। সকালে কৃষিকাজ সম্পন্ন করে ভরদুপুরে দুই কৃষক সাইকেলে চড়ে বাড়ি ফিরছেন। বেলতলা, চৌগাছা, যশোর। ছবিটি সম্প্রতি তোলাছবি: সজীবুর রহমান
৭ / ৯
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে ডা. বাতেন-ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়ছবি: আপেল মাহমুদ, রুহিয়া ঠাকুরগাঁও